বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে হংকংয়ে মারিয়ারা

ক্রীড়া প্রতিবেদক

ফিফা এবং এএফসি অনুমোদিত চার জাতি টুর্নামেন্ট খেলতে গত রাতে হংকং যাত্রা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের মেয়েরা। স্বাগতিক হংকং, মালয়েশিয়া এবং ইরানের মতো শক্তিশালী দল থাকার পরও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই যাত্রা করেছেন মারিয়া মান্ডারা। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা দৃঢ়তার সঙ্গে জানিয়ে গেলেন তারা।

আগামীকাল থেকে শুরু হবে জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ ইনভাইটেশনাল ফুটবল টুর্নামেন্ট ২০১৮। প্রথম দিনেই বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার। এর আগে কখনো অনূর্ধ্ব-১৫ পর্যায়ে দুই দল মুখোমুখি হয়নি। তবে দলের প্রধান প্রশিক্ষক গোলাম রব্বানী ছোটন বললেন, ‘টুর্নামেন্টে সব প্রতিপক্ষই কঠিন। তবে আমাদের প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে। তাছাড়া এর আগেও আমরা ইরানকে হারিয়েছি। সবমিলিয়ে আমাদের মেয়েরা খুবই আত্মবিশ্বাসী।’ অধিনায়ক মারিয়া মান্ডা দৃঢ়তার সঙ্গে বললেন, ‘আমরা প্রস্তুত। ভালো ফল করেই দেশে ফিরতে চাই।’ পাশাপাশি দোয়াও চাইলেন তিনি। অনূর্ধ্ব-১৫ দলের মেয়েদের নিয়ে অনেকেই স্বপ্ন দেখছে। ওরাই একদিন বাংলাদেশের ফুটবলে নতুন যুগের উন্মোচন করবে। গত ডিসেম্বরে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছেন মারিয়া মান্ডারা। সেই দলের তিন জন ছাড়া বাকিরা হংকং গেলেন। কোচ ছোটন জানালেন, বয়সসীমা অতিক্রম করায় সাফের দল থেকে বাদ দিতে হলো মার্জিয়া, সাগরিকা ও পারভীন সুলতানাকে। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন আমিরুল ইসলাম বাবু। ৩০ মার্চ মালয়েশিয়া, ৩১ মার্চ ইরান এবং ১ এপ্রিল স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

সর্বশেষ খবর