বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা
টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফর

প্রথম টেস্ট ৪ জুলাই ওয়ানডে ২২ জুলাই

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে ২০ জুন। মোট ৪৮ দিনের সফর। টাইগারদের এই সফর হওয়ার কথা ছিল মার্চ-এপ্রিলেই। কিন্তু ক্যারিবীয়দের বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণ এবং বাংলাদেশ দলের নিদাহাস ট্রফিতে খেলার কারণে দুই দলের সমঝোতায় সিরিজটি পেছানো হয়েছে।

এই সফরে বাংলাদেশ প্রথম টেস্ট খেলবে ৪ জুলাই। তার আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ আছে। তিন দিন বিরতি দিয়ে জ্যামাইকায় দ্বিতীয় ও শেষ টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ বোর্ড একাদশের সঙ্গে ৫০ ওভারে প্রস্তুতি ম্যাচ ১৯ জুলাই। প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ২২ এবং ২৫ জুলাই গায়ানায়। শেষ ওয়ানডে হবে সেন্ট কিটসে। একই ভেন্যুতে ৩১ জুলাই প্রথম টি-২০। শেষ দুটি হবে ৪ ও ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

 

ফিকশ্চার

টেস্ট সিরিজ

প্রস্তুতি ম্যাচ ২৮-২৯ জুন অ্যান্টিগা

প্রথম টেস্ট ০৪-০৮ জুলাই অ্যান্টিগা

দ্বিতীয় টেস্ট ১২-১৬ জুলাই জ্যামাইকা

ওয়ানডে সিরিজ

প্রস্তুতি ম্যাচ ১৯ জুলাই, জ্যামাইকা

প্রথম ওয়ানডে ২২ জুলাই, গায়ানা

দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই, গায়ানা

তৃতীয় ওয়ানডে ২৮ জুলাই, সেন্ট কিটস

টি-২০ সিরিজ

প্রথম টি-২০          ৩১ জুলাই সেন্ট কিটস

দ্বিতীয় টি-২০  ৪ আগস্ট ফ্লোরিডা

তৃতীয় টি-২০  ৫ আগস্ট ফ্লোরিডা

সর্বশেষ খবর