শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ফের আশরাফুলের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

ফের আশরাফুলের সেঞ্চুরি

ভারতীয় যুব দলের সাবেক অধিনায়ক উন্মুক্ত চাদ খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে। দুটি ম্যাচ খেলেছেন এবং সেঞ্চুরি করেছেন দুটিতেই। তার সেঞ্চুরি দুটিই আবার ম্যাচ জেতানো ইনিংস। আজ আবার মাঠে নামবেন। অপেক্ষায় থাকতে হবে আরও একটি মুহূর্তের। উন্মুক্ত সেঞ্চুরি করবেন কি না, সেই অপেক্ষায় থাকার আগে সব আলো নিজের দিকে টেনে নেন মোহাম্মদ আশরাফুল। গতকাল চলতি মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের চার নম্বর সেঞ্চুরিটি হাঁকান টেস্ট ক্রিকেটের সবচেয়ে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান। গতকাল রেলিগেশন লিগে চলতি আসরে নিজের চার সেঞ্চুরি করেন আশরাফুল। কলাবাগানের পক্ষে সেঞ্চুরি করেও জেতাতে পারেননি কলাবাগানকে। তারই বন্ধু শাহরিয়ার নাফিসের সেঞ্চুরি (১০৯)তে রেলিগেশনের গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে নিয়েছে অগ্রণী ব্যাংক। কলাবাগান প্রথম লেগেই ৪ পয়েন্ট নিয়ে প্রথম বিভাগে নেমে গেছে।

আশরাফুল গতকাল ১০৩ রানের ইনিংস খেলেন ১৩৭ বলে ৮ চার ও ২ ছক্কায়। তার সেঞ্চুরিতে কলাবাগানের সংগ্রহ ছিল ৫০ ওভারে ৫ উইকেটে ২৪৬ রান। জবাবে শাহরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ২৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয়। এই জয়ে দলটির পয়েন্ট ১২। আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। লিগ পর্বের শেষ ম্যাচে মোহামেডানের বিপক্ষে ১২৭ রান করেছিলেন তিনি। মজার বিষয়, অগ্রণী ব্যাংকের বিপক্ষে এর আগেও লিগে সেঞ্চুরি ছিল তার। প্রথম সেঞ্চুরিটি প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। চার সেঞ্চুরি হাঁকানো আশরাফুলের রান ১২ ম্যাচে ৫৬৩ রান। তার চেয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান ৬১১, নাঈম ইসলামের। এরপর আব্দুল মজিদের রান ৬০৯ রান। আশরাফুলের পেছনে তিনটি সেঞ্চুরি লিটন দাসের। সেঞ্চুরির বাইরে আর একটি হাফসেঞ্চুরির ইনিংস খেলেছেন লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে, ৬৪। এছাড়া লিগে তিনটি শূন্যও রয়েছে তার। তবে সব মিলিয়ে পারফরম্যান্সে সন্তুষ্ট আশরাফুল, ‘আমার টার্গেট ছিল তিনটি সেঞ্চুরি। চারটি করতে পেরে ভালোই লাগছে। আরও ভালো লাগত ধারাবাহিক থাকলে।’

সর্বশেষ খবর