শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ব্রাজিলের স্বস্তি আর্জেন্টিনার দুশ্চিন্তা

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের স্বস্তি আর্জেন্টিনার দুশ্চিন্তা

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে স্পেনের বিপক্ষে ম্যাচের ৭৩ ও ৭৪তম মিনিটে নিজেদের জালে দুটি গোল হতে দেখেই ভিআইপি বক্স ছেড়ে চলে যান লিওনেল মেসি। আর্জেন্টাইন সমর্থকদের চোখে মুখে তখন অবিশ্বাস। হোক না প্রীতিম্যাচ, তাই বলে ছয় ছয়টি গোল! মেসিহীন আর্জেন্টিনা হয়ত স্পেনের কাছে হারতে পারে। টিকি-টাকার ধারকরা নতুন করে জেগে উঠেছে। স্প্যানিশ আর্মাডা রাশিয়া যাত্রার আগে লড়াইয়ের মহড়া দিচ্ছে। তারা আর্জেন্টিনার মতো দলকেও পাত্তা দিবে না। বিশেষ করে যে দলে মেসি নেই। এতো জানা কথাই ছিল। কিন্তু তাই বলে জর্জ সাম্পাওলির শিষ্যরা অসহায় আত্মসমর্পণ করবে! এটাই ভাবিয়ে তুলেছে আর্জেন্টাইন সমর্থকদের। আর্জেন্টিনা যেমন প্রস্তুতি ছাড়াই কোনোরকমে দল গুছিয়ে মাঠে নেমেছিল প্রীতিম্যাচ খেলতে। স্পেনও ঠিক তাই করেছে। কিন্তু দুই দলের পার্থক্যটা স্পষ্ট করে তুলেছে স্পেনীয়রা। বিশ্বকাপে মেসি না থাকলে জর্জ সাম্পাওলির দলকে কেউ সমীহ করে খেলবে না। সাধারণ মানের দলে নামিয়ে নিবে প্রতিপক্ষরা। এদিকে আর্জেন্টিনা যখন দুঃচিন্তায় অবস্থায় তখন স্বস্তি নেমে এসেছে ব্রাজিলের শিবিরে। আরও একবার সোনার হরিণটা হলুদ জার্সিধারীরা উঁচিয়ে ধরবে, এই আশায় প্রহর গুনছে তারা। দুই দিন আগে ব্রাজিল কেবল জার্মানিকে ১-০ গোলে পরাজিতই করেনি, সম্ভবত অভিশপ্ত ভূতটাকেও তাড়িয়েছে।

সর্বশেষ খবর