শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ-মালয়েশিয়া মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

বেশ কিছুদিন প্রতিযোগিতায় বাইরে থাকার পর আজ আবার মাঠে নামছে বাংলাদেশ নারী দল। হংকংয়ে আজ শুরু হচ্ছে চার জাতি জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই বাংলাদেশ লড়বে মালয়েশিয়ার বিপক্ষে। আগামীকাল ইরান ও ১ এপ্রিল মুখোমুখি হবে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে। প্রতিপক্ষ হিসেবে তিন দলই শক্তিশালী। তবে টুর্নামেন্টে মূল লড়াইটা হতে পারে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে।

হংকং ও ইরানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। জয়ের রেকর্ডও আছে। ঢাকা ছাড়ার আগে অধিনায়ক মারিয়া মান্ডা বলে যান, ‘প্রতিপক্ষরা শক্তিশালী হলেও লক্ষ্য আমাদের একটাই শিরোপা। আমরা সেই ধরনের প্রস্তুতিও নিয়েছি। সাফ জয়ের পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। টুর্নামেন্টে তা কাজে লাগাতে পারব আশা রাখি।’

সর্বশেষ খবর