শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশের ১০ গোল মালয়েশিয়ার জালে

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ১০ গোল মালয়েশিয়ার জালে

মালয়েশিয়াকে ১০-১ গোলে হারানোর পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা —সৌজন্যে

খেলার কথা ছিল চাইনিজ তাইপের। শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় দলটি। আয়োজক হংকং ফুটবল ফেডারেশন সময়ক্ষেপণ না করে মালয়েশিয়াকে নিয়ে জায়গা পূরণ করে। বাংলাদেশ, ইরান, মালয়েশিয়া ও স্বাগতিক হংকংকে নিয়ে গতকাল শুরু হয়েছে চার জাতির অনূর্ধ্ব-১৫ জকি কাপ ফুটবল টুর্নামেন্ট। হংকং ও ইরান মহিলা ফুটবল দল পরিচিত মুখ। কিন্তু একেবারেই অপরিচিত মালয়েশিয়া। প্রতিপক্ষ অপরিচিত হলেও ঘাবড়ে যায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫। বরং উজ্জীবিত ও উদ্দীপ্ত ফুটবল খেলে গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। মালয়েশিয়ার বিপক্ষে ১০-১ গোলের দুরন্ত জয় নিয়ে শুভ সূচনা করেছে টুর্নামেন্টে। বড় জয় পেলেও গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের কেউ হ্যাটট্রিক করতে পারেননি। সকালের ম্যাচে জোড়া গোল করেছেন তহুরা খাতুন, অনাই মগিনি ও শামসুন্নাহার এবং একটি করে গোল করেছেন সাজেদা, অনুচিং, শামসুন্নাহার (ছোট) ও নিলুফার ইয়াসমিন নিলা। আজ হংকং সময় সকাল ১১টায় ইরানের বিপক্ষে নামবেন তহুরারা। আগামীকাল বিকাল ৩টায় প্রতিপক্ষ স্বাগতিক হংকং। টুর্নামেন্টের ফাইনাল নেই। পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে।  

পুরুষ ফুটবলে মালয়েশিয়া পরিচিত মুখ। সেই দেশের মহিলা ফুটবল দল একেবারেই অপরিচিত। জানাশোনা নয় বলেই ভয় ছিল বেশি। তবে মাঠে নামার আগে শিষ্যদের সেই শঙ্কা কাটিয়ে দেন কোচ ছোটন। সাফ শিরোপাজয়ী দলের শিষ্যদের উজ্জীবিত করেন সেরাটা খেলতে। কোচের দেওয়া টিপসে উদ্দীপ্ত হয়ে তহুরা, শামসুন্নাহার, অনারাইরা অলআউট ফুটবল খেলে বিধ্বস্ত করেন মালয়েশিয়ান কিশোরীদের। ম্যাচের প্রথমার্ধেই ছয় গোল করে ম্যাচ নিজেদের করে নেয় ছোটন বাহিনী। ১৩ মিনিটে দলকে এগিয়ে নেন সাজেদা। ১৮ ও ২০ মিনিটে টানা দুই গোল করে ব্যবধান ৩-০ করেন তহুরা খাতুন। পরের মিনিটে গোলসংখ্যা চারে উন্নীত করেন শামসুন্নাহার। ২৪ মিনিটে ম্যাচের পঞ্চম গোল করেন অনাই মগিনি। ৩৭ মিনিটে ছয় নম্বর গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। ছয় গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে বসেন শামসুন্নাহার জুনিয়র। সাত গোলে পিছিয়ে পরে হাঁফ ছেড়ে বাঁচে মালয়েশিয়া ৫৩ মিনিটে। দলটির পক্ষে একমাত্র গোলটি করেন মলয়। ৭-১ গোলে এগিয়ে থাকার পরও গোলক্ষুধা কমেনি ছোটন শিষ্যদের। ৫৬, ৬৮ ও ৭০ মিনিটে আরও তিন গোল করে পুরোপুরি বিধ্বস্ত করে ছাড়ে মালয়েশিয়াকে। দলের অষ্টম গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র, নবম গোলটি ছিল অনাই মগিনির এবং শেষ গোলটি করেন পেনাল্টিতে নিলুফার ইয়াসমিন নিলা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কোচ ছোটন, ‘দলের সবাই সেরাটাই খেলেছে। শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল সবাই। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখানে এসেছি। শিরোপা জিতে দেশে ফিরতে চাই।’

সর্বশেষ খবর