শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মাঠে নামছে বার্সা রিয়াল

জাতীয় দলের দায়িত্ব শেষ করে মেসি-রোনালদোরা এবার ক্লাবে

ক্রীড়া ডেস্ক

মাঠে নামছে বার্সা রিয়াল

ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে মিসরের বিপক্ষে। হেরেছে নেদারল্যান্ডসের কাছে। দুটি গোল করেছেন রোনালদো। অন্যদিকে লিওনেল মেসি ছিলেন দর্শক। ইনজুরির কারণে তাকে মাঠেই নামাতে পারেননি আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি। প্রীতি ম্যাচে ইতালির বিপক্ষে জিতলেও স্পেনের কাছে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে পরাজয়েরই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ইউরোপীয়ান লিগগুলো বিরতিতে ছিল। জাতীয় দলের দায়িত্ব শেষ হতেই এবার মেসি-রোনালদোরা ফিরেছেন নিজ নিজ ক্লাবে। আজ থেকেই শুরু হচ্ছে ইউরোপীয়ান লিগগুলোর শেষদিকের লড়াই।

ইউরোপের সেরা পাঁচটি লিগেই আজ ক্লাবগুলো মাঠে নামছে। লিওনেল মেসি অনুশীলন করেছেন বার্সেলোনায়। তবে আজ সেভিয়ার বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে কিনা বলা কঠিন। ইনজুরি থেকে এখনো তিনি পূর্ণ মুক্ত নন। বার্সা কোচ ভালভার্দে বলেছেন, মেসি খেলবেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন বার্সেলোনার ফিজিশিয়ান। মৌসুমের এই পর্যায়ে লা লিগায় মেসিকে না পেলেও খুব একটা সমস্যা হবে না বার্সেলোনার। লা লিগায় ২৯ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কাতালানরা। এখনো অপরাজিত দলটা। এদিকে সমান ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। জিদানের দল রিয়াল মাদ্রিদ ৬০ পয়েন্ট নিয়ে আছে তিনে। লিগের বাকি মাত্র ৯ ম্যাচ। এর মধ্যে ৬টা ম্যাচ জিতলেই বার্সেলোনার শিরোপা নিশ্চিত হয়। এদিকে লা লিগায় আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত হেডারে দুই গোল করে আসা রোনালদো লিগেও আগুন ঝরাবেন, এমন আশা সবারই। লিগে চলতি মৌসুমে ২২ গোল করেছেন রোনালদো। ২৫ গোল করে মেসি শীর্ষে আছেন। তবে যে কোনো দিনই রোনালদো ছাড়িয়ে যেতে পারেন আর্জেন্টাইন জাদুকরকে।

এদিকে ইউরোপীয়ান লিগগুলোর মধ্যে ফেবারিট ক্লাবগুলো আজ মাঠে নামছে। ইতালিয়ান সিরি এ লিগে মুখোমুখি হচ্ছে জুভেন্টাস-এসি মিলান। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। তাদের প্রতিপক্ষ এভারটন। মাঠে নামছে হোসে মরিনহোর দল ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলও। লিগে ৮১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে ম্যানসিটি। ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানইউ। লিভারপুল ৬৩ পয়েন্ট নিয়ে আছে তিনে। আর মাত্র তিনটা ম্যাচ জিতলেই পেপ গার্ডিওলার ম্যানসিটির ইংলিশ লিগ শিরোপা নিশ্চিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর