শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সিকদার গ্রুপ ইন্ডিপেনডেন্স ডে গলফ

ক্রীড়া প্রতিবেদক

কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত হলো ষষ্ঠ সিকদার গ্রুপ ইন্ডিপেনডেন্স ডে গলফ কাপ টুর্নামেন্ট। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের শুরু হয়েছিল ২৮ মার্চ।

তবে গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং টুর্নামেন্টের সমাপনীও ছিল। সকালে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় আর অ্যান্ড আর অ্যাভিয়েশন এবং আর অ্যান্ড আর  হোল্ডিংস লি. (সিকদার গ্রুপ) এর চেয়ারম্যান রিক হক সিকদার, ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার, পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সৈয়দ কামরুল ইসলাম মোহন এবং উপদেষ্টা এয়ার কমোডর (অব.) সাকিব ইকবাল খান মজলিস উপস্থিত ছিলেন। এ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর  জেনারেল এ কে এম আবদুল্লাহিল বাকী, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির  চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার (গলফ অপারেশনস) লে. কর্নেল মো. আবদুল বারী (অব.) এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর