শিরোনাম
শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা
ফিফা র‌্যাঙ্কিং

জার্মানিকে হারালেও দুইয়ে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

গত কয়েক বছরে ব্রাজিল নিজেদের পুরোপুরিই গুছিয়ে নিয়েছিল। প্রস্তুতি নিচ্ছিল আরও একটা বিশ্বকাপের জন্য। তবে যে জার্মানির কাছে হেরে নিজেদের মাটিতে মাথা নত হয়েছিল পেলের উত্তরসূরিদের সেই জার্মানিকে না হারালে যেন প্রস্তুতিটা পূর্ণ হচ্ছিল না। টিটের দল তাই পরম দুঃসাহসে ভর করে সিনা টান করে দাঁড়িয়ে গেল জার্মানদের সামনে। নেইমারকে ছাড়াই জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। এ যেন বিশ্বকাপের আগে নিজেদের কাঁধ থেকে ভূত তাড়ানোর মতো ব্যাপার। তবে ব্রাজিলকে হারিয়েও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারল না সিলেকাওরা। অনেকটা এগিয়ে থেকে শীর্ষে আছে সেই জার্মানিই। শীর্ষ দশের র‌্যাঙ্কিংয়ে তেমন কোনো পরিবর্তনই নেই। ব্রাজিল দুইয়ে, পর্তুগাল তিনে, আর্জেন্টিনা চারে, বেলজিয়াম পাঁচে। পরিবর্তন বলতে পোল্যান্ড একধাপ উঠে স্পেনের সমান্তরাল হয়েছে (ছয়ে)। দুই দলেরই সমান পয়েন্ট (১২২৮)। এ ছাড়াও শীর্ষ দশে আছে সুইজারল্যান্ড (৮), ফ্রান্স (৯) ও চিলি (১০)। বাংলাদেশ দীর্ঘ ১৮ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে ড্র করেছে লাওসের সঙ্গে। তবে র‌্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি লাল-সবুজের দলের। ১৯৭ নম্বরেই আছে তারা। দক্ষিণ এশিয়ান দলগুলোর মধ্যে সবার উপরে আছে ভারত। তারা ৩ ধাপ উপরে উঠে ৯৯ নম্বরে অবস্থান করছে।

সর্বশেষ খবর