বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক

কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য উদ্বোধন

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী দিনে মার্চপাস্টে বাংলাদেশ দল —এএফপি

অস্ট্রেলিয়ার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন নগরী গোল্ড কোস্টে শুরু হয়েছে ২১তম কমনওয়েলথ গেমস। ব্রিটিশ রাজের অধীনস্থ এক সময়কার দেশগুলোকে নিয়ে চার বছর পর পর অনুষ্ঠিত হয় এই গেমস। বরাবরের মতো এবারও অংশ নিচ্ছে বাংলাদেশ। গতকাল গোল্ড কোস্টের ক্যারেইরা স্টেডিয়ামে জমকালো গেমসের উদ্বোধন করেন গ্রেট ব্রিটেনের যুবরাজ প্রিন্স চার্লস। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন শুটার আব্দুল্লাহ হেল বাকি।

১৯৭৮ বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নেয় কমনওয়েলথ গেমসে। এরপর থেকে নিয়মিত অংশ নিচ্ছে। প্রথম সোনা জিতে ১৯৯০ সালে বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জিতেছিলেন আব্দুস সাত্তার নিনি ও আতিকুর রহমান। সর্বশেষ গত বছর গ্লাসগো কমনওয়েলথ গেমসে আব্দুল্লাহ হেল বাকি জিতেছিলেন রুপা। সেই শুটিংই এবারের গেমসের আশা। গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশের ২৬ প্রতিযোগী। এরমধ্যে ১২ জনই শুটিংয়ের। ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নিচ্ছেন না বাকি। তার জায়গায় এই ইভেন্টে লড়বেন দুই তরুণ শুটার রাব্বি হাসান মুন্না ও রিসালাতুল ইসলাম। রয়েছেন এস এ গেমসে পিস্তলে সোনা জেতা শাকিল আহমেদ, আতকিয়া হাসান, শোভন চৌধুরী, উম্মে জাকিয়া সুলতানা, আরদিনা সুলতানা, সুরাইয়া, শারমিন শিল্পা ও আরমিন আশা। বাকি খেলবেন ৫০ মিটার রাইফেলে ইভেন্টে।

সর্বশেষ খবর