বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

গোল নয় যেন জাদুর ছোঁয়া

সেমির পথে রিয়াল

রাশেদুর রহমান

গোল নয় যেন জাদুর ছোঁয়া

রোনালদোর সেই অবিস্মরণীয় গোল, যা দেখে গোটা বিশ্ব মুগ্ধ —এএফপি

জিনেদিন জিদান টাক মাথায় হাত বুলিয়ে বিড় বিড় করে কী যেন বলছিলেন। বিস্ময়ের ধাক্কাটা সামলে উঠতে নিজেকেই যেন চিমটি কাটছিলেন তিনি! তুরিনের জুভেন্টাস অ্যারিনার গ্যালারি ততক্ষণে ‘স্ট্যান্ডিং ওভিশন’ দিতে শুরু করেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। জুভেন্টাসের যে দুয়েকজন অন্ধ সমর্থক তখনো বসেছিল, অন্যরা তাদের টেনে দাঁড় করিয়ে দিল। এমন এক অবিশ্বাস্য গোল দেখার পর বসে থাকা যায় নাকি! হোক না সে শত্রুপক্ষের! আর উগ্র মেজাজের বলে স্বীকৃত রোনালদো অসাধারণ গোলটা উদযাপন করলেন অতি বিনয়ের সঙ্গে। জুভেন্টাস সমর্থকদের ‘স্ট্যান্ডিং ওভিশনে’র কদর দিলেন তিনি বুকে হাত রেখে, মাথা ঝুঁকিয়ে।

‘ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর গোলগুলোর মধ্যে এটা একটা।’ গত মঙ্গলবার তুরিনের জুভেন্টাস-রিয়াল মাদ্রিদ ম্যাচ যাদের দেখা তারা জিদানের দাবির সঙ্গে একমত হতে পারেন নির্দ্বিধায়। রোনালদোর দ্বিতীয় গোলটাকে সেরা গোলের স্বীকৃতি দিয়ে এরই মধ্যে ফুটবলের গুণীজনেরা নানান মন্তব্য করেছেন। জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইগি বুফন তো সঙ্গে সঙ্গেই অভিনন্দন জানিয়েছেন রোনালদোকে। ডিফেন্ডার বারজাগলিও বিমোহিত। তাছাড়া রিও ফার্ডিন্যান্ড, মাইকেল ওয়েন, র‌্যাশফোর্ডসহ আরও অনেকেই রোনালদোতে মুগ্ধ। কেবল অন্যরাই নয়, পর্তুগিজ তারকা নিজের গোলে নিজেই মুগ্ধ। ‘মানুষ আমার দ্বিতীয় গোলটার কথা বলছে। এটা অসাধারণ একটা গোল ছিল। সম্ভবত আমার জীবনের সেরা গোল।’ রোনালদো অবশ্য এর আগের গোলটাতেই রেকর্ড গড়ে নিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড। রেকর্ডটা অবশ্য আগেই তার দখলে ছিল। এখন কেবল মাইলফলকটাকে সামনে এগিয়ে নেওয়া।

জুভেন্টাস-রিয়ালের ম্যাচ নিয়ে অনেক উত্তেজনা ছিল। কিন্তু সব উত্তেজনা যেন রোনালদোর কাছে এসে বরফের মতো ঠাণ্ডা হয়ে গেল। জুভেন্টাসকে ৩-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। রোনালদো করছেন দুটি গোল। মার্সেলো আরও একটি।  এদিকে বার্য়ান মিউনিখ ২-১ গোলে সোভিয়াকে হারিয়ে সেমির পথে এগিয়ে থাকল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর