শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

শেখ জামাল রানার্সআপ

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামাল রানার্সআপ

প্রিমিয়ার ক্রিকেটে রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব

টানেলের শেষ প্রান্তে আলো দেখার মতো শিরোপা জয়ের সুপ্ত একটি সম্ভাবনা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এজন্য দলটিকে জিততে হতো খেলাঘরের বিপক্ষে এবং একই সঙ্গে হারতে হতো আবাহনীকে। এমন সমীকরণের রাউন্ডে রূপগঞ্জকে হারিয়ে শিরোপা উৎসবে মেতেছে আবাহনী। বাজে ব্যাটিংয়ের খেসারত গুণে খেলাঘরের কাছে ৪ উইকেটে হেরেছে শেখ জামাল। হারলেও শেখ জামালের রানার্স আপ হওয়ার পথ আটকায়নি। রূপগঞ্জের সঙ্গে সমান পয়েন্ট সত্ত্বেও ‘হেড টু হেড’ বিচারে রানার্স আপ হয়েছে দলটি। রানার্সআপ হওয়ায় খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান শেখ জামাল ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হারলেও দারুণ বোলিং করে ম্যাচসেরা হয়েছেন শেখ জামালের বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। প্রথম লেগেও খেলাঘরের কাছে হেরেছিল। তাই ম্যাচটি শিরোপা জয়ের জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি প্রতিশোধেরও ম্যাচ ছিল। সেই টার্গেটে ১ মাত্র ১৬০ রানে গুটিয়ে যায় শেখ জামাল। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পরে জামাল। ২২ রানে হারিয়ে বসে তিন উইকেট। সেই ধাক্কা সামলে নিতে পারেনি দলটি। তবে অধিনায়ক নুরুল হাসান সোহানের ৫৫ বলে ৭ চারে সাজানো ৪৭ রানে ভর করে সন্মানজনক স্কোরে পৌঁছায় শেখ জামাল। অবশ্য দুই আম্পায়ার রফিকুল ইসলাম জন ও আব্দুল্লাহ আল মতিনের দুটি লেগ বিফোরের সিদ্ধান্ত  জামালকে পিছু ঠেলে দেয়। ১৬১ রানের টার্গেটে খেলতে নেমে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে খেলাঘর। সেখান থেকে নাজিমুদ্দিন ও রাফসান আল মাহমুদ পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ১০৮ রান। এই জুটিই দলকে নিয়ে যায় জয়ের বন্দরে। নাজিমুদ্দিন ৮২ বলে খেলেন ৬১ রানের ইনিংস। রাফসান করেন ৪৬ রান। দল হারলেও তিন স্পেলে বোলিং করে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নাজমুল অপু। অন্য ম্যাচে গাজী গ্রুপকে ৫ উইকেটে হারায় প্রাইম দোলেশ্বর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর