শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের ব্যতিক্রমী আয়োজন

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসের ব্যতিক্রমী আয়োজন

প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের ফুটবলে চমক দিয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। এবার আরও একটি চমক নিয়ে আসছে তারা। প্রথমবারের মতো বাংলাদেশের ফুটবল ভক্তদের একত্রিত করতে যাচ্ছে দলটা। গতকাল বাংলাদেশ ফুটবল সমর্থক (এসবিএফ) এবং বসুন্ধরা কিংস এক চুক্তিতে স্বাক্ষর করেছে বসুন্ধরা কিংসের কার্যালয়ে। বসুন্ধরা কিংসের পক্ষে স্বাক্ষর করেন ক্লাবের সভাপতি ইমরুল হাসান এবং এসবিএফের পক্ষে স্বাক্ষর করেন সম্রাট মোহিত তালুকদার। এ চুক্তির আলোকে আগামী ২৭-২৯ এপ্রিল একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। এতে অংশ নিবে বাংলাদেশের ফুটবলভক্তরা। ইউরোপের বিভিন্ন ক্লাব ফুটবলের ভক্তদের নিয়ে গড়া ১১টি দল থাকবে এই টুর্নামেন্টে। এছাড়াও বাংলাদেশের ৫টি দল থাকবে। মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই হবে ৩০ মিনিটের। গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ এবং বসুন্ধরা কিংস ও এসবিএফের অন্যান্য কর্মকর্তারা।

সর্বশেষ খবর