মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

এশিয়ার ট্যুর গলফ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ার ট্যুর গলফ

দেশের গলফকে এগিয়ে নিতে ‘দ্য গলফ হাউজে’র সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ গলফ ফেডারেশন (বিজিএফ) এবং কুর্মিটোলা গলফ ক্লাব (কেজিসি)। বিজিএফ ও কেজিসির পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওবাইদুল হক (অব.) এবং গলফ হাউজের পক্ষে নজরুল হোসেন অয়ন চুক্তিতে সাক্ষর করেন। বিজ্ঞপ্তি

বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথম এশিয়ান ট্যুরের আসর বসেছিল কুর্মিটোলা গলফ ক্লাবে। বসুন্ধরা গ্রুপ পর পর তিনবার এশিয়ান ট্যুরের আয়োজন করেছিল। এবার চতুর্থবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ট্যুর। এবার পৃষ্ঠপোষক এবি ব্যাংক। এশিয়ার পেশাদার গলফের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী ৯ মে। চার দিনের এই গলফ টুর্নামেন্ট শেষ হবে ১২ মে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর