মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
কমনওয়েলথ গেমস

সুলতানা চতুর্থ শাকিল ষষ্ঠ

ক্রীড়া প্রতিবেদক

১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ বিভাগে রুপা জিতেছিলেন আব্দুল্লাহ হেল বাকি। তখন অনেকেই স্বপ্ন দেখেছিলেন শুটিংয়ে আরও পদক জিতবে বাংলাদেশ। গতকাল গোল্ড কোস্টে ২১তম কমনওয়েলথ গেমসের শুটিংয়ে পদক জয়ের কাছাকাছি গেছে বাংলাদেশের শুটাররা। বেলমন্ট শুটিং সেন্টারে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ হয়েছেন উম্মে সুলতানা। বাছাইপর্বে ৪১০.৫ স্কোর করে ষষ্ঠ হয়ে ফাইনালে উঠেছিলেন ২৪ বছর বয়সী এই শুটার। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে ষষ্ঠ হয়েছেন শাকিল আহমেদ। স্কোর করেছেন ১৫০.১। শাকিল গত এসএ গেমসে সোনা জিতেছিলেন ১০ মিটার এয়ার পিস্তলে। এখন তার বাকি আছে ৫০ মিটার পিস্তল ইভেন্ট। ১০ মিটার এয়ার পিস্তলে আনোয়ার হোসেন বাছাইপর্বে ৫৫৫ স্কোর করে ২৪ জনের মধ্যে ১৩তম হয়েছেন। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেন সাইদা হাসানও।

 

সর্বশেষ খবর