মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ইউনেস্কের সঙ্গে ব্যাডমিন্টন ফেডারেশনের চুক্তি

ক্রীড়া প্রতিবেদক

শুরু হয়েছে ব্যাডমিন্টন কোচেস লেবেল-১ ট্রেনিং কোর্স। ৮ দিনব্যাপী ট্রেনিং কোর্সে অংশ নিচ্ছেন ১৬ জেলার ১৪ পুরুষ ও ৩ মহিলাসহ মোট ১৭ জন। কোর্সটির উদ্বোধন করেন তথ্য সচিব আব্দুল মালেক। ট্রেনিং ক্যাম্পটি আয়োজক বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। সহযোগিতা করছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। ব্যাডমিন্টন ফেডারেশনের সঙ্গে গতকাল ইউনেক্স-সানরাইজ কোম্পানির সঙ্গে ৪ বছরের স্পন্সরশিপ চুক্তি হয়েছে ব্যাডমিন্টন ফেডারেশনের। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম-সম্পাদক কবিরুল ইসলাম সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন এশিয়ার ডেভেলপমেন্ট অফিসার নিখিল চন্দ্র ধর, সামবানথান, ব্যাডমিন্টন এশিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার থানা বালান, কোর্স কো-অর্ডিনেটর এনায়েত উল্যা খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন এলিনা সুলতানা।

সর্বশেষ খবর