মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

৬০ মিটার দূর থেকে গোলরক্ষকের গোল

ক্রীড়া ডেস্ক

ফুটবলে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে। অভাবনীয়। বসনিয়ান প্রিমিয়ার লিগে এনকে শিরোকি ব্রিজেগ এবং জেলজেজিনকার মধ্যে খেলা চলছিল। ম্যাচের ৩৬তম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে যায় জেলজেজিনকা। এরপর বাকিটা সময় নিরুত্তাপ ম্যাচ দেখেন দর্শকরা নির্ধারিত সময়ের খেলা শেষ। শিরোকির জয় দেখেই অনেকে বাড়ির পথ ধরেছিলেন। কিন্তু ম্যাজিকটা তখনো বাকি ছিল। ম্যাচের শেষ মিনিটে ৬০ মিটার দূর থেকে বাতাসে ভাসিয়ে দেওয়ার শটে গোল করেন জেলজেজিনকার গোলরক্ষক কোসেভস্কি। দল যখন পরাজয়ের প্রহর গুনছে ঠিক সেই সময় প্রতিপক্ষের কাছ থেকে বল পেয়ে গোলবার লক্ষ্যে অনেকটা হেঁয়ালি করেই শট করেছিলেন কোসেভস্কি। প্রতিপক্ষ গোলরক্ষক তখন নিজ দলের ডিফেন্ডারদের সতর্ক করতে ব্যস্ত। এরই ফাঁকে বল গিয়ে গোলরক্ষকের বেশ কিছুদূর সামনে মাটিতে পড়ে। প্রতিপক্ষ গোলরক্ষক বল লুফে নিতে অনেকটা লাফিয়েও বলের নাগাল পাননি। ফলাফল, গোল। আর ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে জেলজেজিনকা। গোল করা যে শুধু স্ট্রাইকারদেরই নয়, দলের সবার কাজ। এটাই যেন প্রমাণ করলেন কোসেভস্কি। এই গোলরক্ষককে নিয়ে এবার ইউরোপের বড় বড় দলগুলো নিশ্চয়ই প্রতিযোগিতায় মেতে উঠবে। কে জানে, আগামী মৌসুমে হয়ত তাকে দেখা যাবে ইউরোপের সেরা পাঁচ লিগের কোনো দলে!

সর্বশেষ খবর