শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ ফের মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ ফের মুখোমুখি

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ লড়াই যেন চ্যাম্পিয়ন্স লিগে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই দুই দলের দেখা হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরা এই টুর্নামেন্টে। গত মৌসুমেই তো কোয়ার্টার ফাইনাল খেলেছিল দুই দল। অভিজ্ঞতাটা খুব বাজে ছিল জার্মান জায়ান্টদের। দুই লেগ মিলিয়ে রিয়ালের কাছে হেরেছিল ৬-৩ ব্যবধানে। সেই রিয়াল মাদ্রিদেরই মুখোমুখি বায়ার্ন মিউনিখ। ফাইনালে ওঠার আরেক লড়াইয়ে মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন লিভারপুল ও কখনই শিরোপা না জেতা রোমা। গতকাল সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। ইউরোপের মঞ্চে এর আগে ২৪ বার দেখা হয়েছে রিয়াল-বায়ার্নের। সমান ১১টি করে ম্যাচ জিতেছে তারা। বাকি দুটি ড্র। পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন সবশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ২০১২-১৩ মৌসুমে। ওই মৌসুমে ট্রেবল জয়ের পর অবসরে চলে যান কোচ হেইঙ্কেস। তবে চলতি মৌসুমে অবসর ভেঙে ফের দলটির দায়িত্ব নেন সাবেক জার্মান এই ফরোয়ার্ড। তার অধীনে এরই মধ্যে বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করা অ্যালিয়াঞ্জ অ্যারেনার ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৩২ ম্যাচের ২৮টিতেই জিতেছে।

অন্য দুই সেমিফাইনালিস্ট লিভারপুল ও রোমার এর আগে মোট পাঁচবার মুখোমুখি দেখা হয়েছে। লিভারপুল জিতেছে দুটি, রোমা একটি। বাকি দুই ম্যাচ ড্র। কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় চমক সৃষ্টি করা রোমা ‘সি’ গ্রুপে চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ ও কারাবাখকে পেছনে ফেলে সেরা হয়ে নকআউট পর্বে উঠেছিল। আর এর পরই নিজেদের ইতিহাসে ঘুরে দাঁড়ানোর নতুন ইতিহাস গড়ে রোমা। শেষ আটের প্রথম লেগে বার্সেলোনার মাঠে ৪-১ গোলে হারের পর ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে যায় দলটি। সেমিফাইনালের প্রথম লেগ হবে ২৪ ও ২৫ এপ্রিল। ১ ও ২ মে হবে ফিরতি পর্ব। ২৬ মে ইউক্রেনের রাজধানী কিয়েভে হবে টুর্নামেন্টের ফাইনাল। এদিকে ইউরোপা লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে আর্সেনাল। ইউরোপীয় ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় শীর্ষ চারের আরেক ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের ক্লাব মার্সেই ও অস্ট্রিয়ান ক্লাব স্যালজবার্গ। ২৬ এপ্রিল হবে এর প্রথম লেগ। আর ৩ মে হবে ফিরতি পর্ব। ফ্রান্সের লিওনে ১৬ মে হবে ফাইনাল।

সর্বশেষ খবর