শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রুমানাদের ক্যাম্প শুরু

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

রুমানাদের ক্যাম্প শুরু

সিলেট ইনডোর স্টেডিয়ামে অনুশীলনে মহিলা ক্রিকেটাররা —বাংলাদেশ প্রতিদিন

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে অংশ নিতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এ উপলক্ষে অধিনায়ক রুমানা আহমেদের নেতৃত্বে ৩০ সদস্যের বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল বৃহস্পতিবার সিলেটে এসে পৌঁছেছে। সিলেটে পা দিয়েই গতকাল মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন রুমানারা। মহিলা ক্রিকেটারদের প্র্রশিক্ষণ ক্যাম্প চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

সিলেটে অনুশীলন পর্ব শেষে ২৮ এপ্রিল মহিলা ক্রিকেট দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। আফ্রিকায় পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে জাহানারা বাহিনী। ওই সিরিজের পরপরই শুরু হবে এশিয়া কাপ। চলতি বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। এর আগে জুলাইয়ে নেদারল্যান্ডসে হবে বিশ্বকাপ বাছাই পর্ব। মূল মঞ্চে খেলতে বাছাই পর্বের ব্যারিয়ার টপকাতে হবে রুমানা, জাহানারা, শারমিনদের। প্রস্তুতিতে যেন ঘাটতি না থাকে সেজন্য দীর্ঘ পরিকল্পনা করেছে বিসিবি। বিশ্বকাপ বাছাই পর্বে খেলার আগে আয়ারল্যান্ড সফর করবেন রুমানারা। চলতি বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। তবে দেশের মাটিতে বিভাগীয় দলগুলোর জাতীয় টি-২০ টুর্নামেন্ট ও রূপালী ব্যাংক প্রথম আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে খেলেছেন তারা। ক্যাম্প থেকে দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি অনুশীলন শেষে পেসার হ্যাপি আলম বলেন, দীর্ঘদিন পর দেশের বাইরে খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে দল। সফরটি খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য কঠোর প্রস্তুতি নিচ্ছেন তারা। দলের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘ব্যাটিংয়ে আমাদের কিছুটা দুর্বলতা আছে। তা কাটাতেই সিলেটে চলছে কঠোর অনুশীলন। আশা করি, এর মাধ্যমে আমরা ব্যাটিং দুর্বলতা কাটিয়ে উঠতে পারব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর