শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ঊষাকে ঘিরে যত প্রশ্ন

সোমবার শুরু ক্লাব কাপ হকি

ক্রীড়া প্রতিবেদক

ঊষাকে ঘিরে যত প্রশ্ন

প্রিমিয়ার হকির দলবদল শেষ। নতুন মৌসুম শুরুর অপেক্ষায়। সোমবার থেকে ক্লাব কাপ দিয়েই মৌসুমের পর্দা উঠছে। ২৮ এপ্রিল থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ। প্রশ্ন উঠেছে হকির জনপ্রিয় দল পুরান ঢাকার ঊষা ক্রীড়া চক্রকে নিয়ে। দলটি এবার দলবদলে অংশ নেয়নি। দুই দফা দলবদলের সময় বাড়ান হয়েছে। সবাই এ কার্যক্রমে অংশ নিলেও ঊষাকে দেখা যায়নি। বরং তাদের বেশ ক’জন নির্ভরযোগ্য খেলোয়াড় যোগ দিয়েছেন অন্য দলে। দলবদলে অংশ না নেওয়া মানে মৌসুম বয়কট করা নয়। পুরান যারা আছে তাদের নিয়েই মাঠে নামা যায়। ব্যতিক্রম শুধু এই যে ঊষাতে তারকার কমতি থাকত না, এবার দুর্বল দলে পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে ঊষা প্রিমিয়ার লিগে খেলবে কিনা? যদিও এই ক্লাব থেকে এখন পর্যন্ত বলা হয়নি যে, তারা আগামী হকি মৌসুমে মাঠে নামছে না। তবে গুঞ্জন রয়েছে ফেডারেশনের ওপর অভিমান করে ঊষা লিগ বয়কট করবে। গতকাল ক্লাবের সাধারণ সম্পাদক বর্তমান ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ শিকদারের মোবাইলে বেশ ক’বার ফোন করা হয়। কিন্তু তার লাইনে সংযোগ পাওয়া যায়নি। আরও ক’জনার মোবাইলে কল করলেও বার বার ব্যস্ত পাওয়া যায়। সুতরাং ঊষা খেলবে কি খেলবে না এ ব্যাপারে কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কর্মকর্তাদের বক্তব্য ছাড়া কোনোভাবেই ধরে নেওয়া যাবে না ঊষা খেলবে না। কিন্তু দলবদলে অংশ না নেওয়ায় নানা প্রশ্ন উঠছে। যদি ঊষা না খেলে তাহলে কি হবে? এ ব্যাপারে লিগ কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান পিলা বলেন, ‘ঊষা খেলবে না তা বলাটা ঠিক হবে না। দলবদলে অংশ না নিলেও তাদের খেলোয়াড়তো আছে। বিদেশিদের অন্তর্ভুক্ত করতে পারবে। দেশের হকির অন্যতম সেরা দল ঊষা। বেশ কবার চ্যাম্পিয়ন হয়েছে। আমার বিশ্বাস ঊষা লিগে খেলবে।’ যদি মৌসুম বয়কট করে তখন কি হবে? পিলা বলেন, ‘অনুমানের ওপর কোনো মন্তব্য করা ঠিক নয়। তবু বলছি কোনো ক্লাব না খেললে তাদের বিরুদ্ধে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ বাইলজে আছে প্রিমিয়ার লিগ থেকে নামিয়ে দেওয়া হবে। তাহলে ঊষা লিগ বয়কট করলে তার পরিণতি কি তাই হবে? পিলা বলেন, ‘এখানে আমার কিছু বলার নেই। কোনো দল না খেললে এ জন্য কমিটি আছে। চূড়ান্ত সিদ্ধান্ত সেখানেই হবে।’

ধরলাম ঊষা খেলল না। তখন কি বাইলজ অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে। কিন্তু ঊষাতো আবার হকির বড় দল। তখন এই সিদ্ধান্তটা বাস্তবে রূপ দেওয়া যাবে কি? কয়েক বছর আগে জোট বেঁধে বেশ কিছু ক্লাব ঘরোয়া আসর বয়কট করেছিল। তাদের বিরুদ্ধেতো তখন ব্যবস্থা  নেওয়া হয়নি। ঊষা না খেললে যদি শাস্তি দেওয়া হয় তখন আবার এই প্রশ্ন উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ বাংলাদেশের ক্রীড়াঙ্গণে তাইতো হচ্ছে। তাছাড়া পর্যাপ্ত ফান্ড নেই বলে ঊষা দলবদল কিছুদিন পেছাতে বলেছিল। অন্য ক্লাব আবার এক্ষেত্রে আপত্তি তোলায় দলবদল পেছান হয়নি। হয়তো এই অভিমানেই ঊষা লিগ বয়কট করতে পারে।  হকির নির্বাহী কমিটির এক সদস্য জোরালো কণ্ঠেই বললেন, ‘অতীত অতীতই। এবার আমরা হকি বিরোধী কার্যকলাপ মেনে নেব না। বাইলজ অনুযায়ী সব কিছুরই সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর