শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বুফন ‘দ্য রিয়েল হিরো’

রাশেদুর রহমান

বুফন ‘দ্য রিয়েল হিরো’

রোমার বীরত্বে রাত জেগেছিল পুরো রোম। শুধু রোম কেন, ইতালি। এমন বীরত্বপূর্ণ ফিরে আসার লড়াই খুব কমই হয়েছে ফুটবল ইতিহাসে। তাও বার্সেলোনার মতো ক্লাবের বিপক্ষে! তবে বার্সার বিপক্ষে রোমার জয়টাকে কেউ অঘটন বলছে না। অবিশ্বাস্যও বলছে না। নিজেদের ফুটবল দিয়ে সব ঢেকে দিয়েছেন রোমার ফুটবলাররা। কিন্তু বার্নাব্যুতে কী হলো! একটি স্বপ্নের অপমৃত্যু! ফুটবল দুনিয়ায় রিয়াল-জুভেন্টাস লড়াইকে এরই মধ্যে নানান খেতাব দেওয়া হয়ে গেছে। অনেকেই একে তুলনা করেছেন ইতিহাসের সেরা ম্যাচগুলোর সঙ্গে। জুভেন্টাসের খেলা দেখে যে কেউ ভুল ভাবতে পারত, এটা তুরিনের জুভেন্টাস অ্যারিনা নয় তো!

ওল্ড লেডিদের ‘ওল্ড ম্যান’ জিয়ানলুইগি বুফন ছিলেন ম্যাচের অন্যতম নায়ক। কিন্তু সেই তিনিই শেষটায় রেফারির একনায়কতন্ত্রের শিকার হয়ে খলনায়ক হলেন। লাল কার্ডের ইশারায় বুফনই কেবল মাঠ ছাড়েননি, সঙ্গে যেন জুভেন্টাসের ভাগ্যও মাঠ ছেড়েছিল। বিজয়টা হয়ে গেল নৈতিক পরাজয়। কিন্তু ওই পরাজয় কার ছিল! ফুটবল দুনিয়ায় ঝড় উঠেছে বুফনের লাল কার্ড নিয়ে। রিয়াল কোচ জিদানও তো মানতে পারছেন না বুফনের লাল কার্ড। ৩-০ গোলে এগিয়ে থাকা জুভেন্টাস ম্যাচটাকে অতিরিক্ত মিনিটে নিয়ে যেতে পারত। এমনকি অতিরিক্ত মিনিটে আরও একটা গোল করে সেমিফাইনালও নিশ্চিত করতে পারত। কিন্তু সবকিছু বদলে গেল মাইকেল অলিভারের নিষ্ঠুর সিদ্ধান্তে। লুকাস ভাজকুয়েজকে ডি বক্সের ভিতর পেছন থেকে ফাউল করেছেন মেহেদি বেনাসিয়া। রেফারি অলিভার পেনাল্টির হাঁক ছাড়লেন। বুফন এর প্রতিবাদ করলেন। কিন্তু কী অদ্ভুত! বুফনকে সরাসরি বাইরের রাস্তা দেখিয়ে দিলেন ইংলিশ এই রেফারি! বুফন থাকলে রোনালদোর ওপর বাড়তি চাপ থাকত। তিনি ভুলও করতে পারতেন। এমনকি বুফন পেনাল্টিটা ঠেকিয়েও দিতে পারতেন। বুফনের প্রতি এমন নিষ্ঠুরতা হতে দেখেই ইতালিয়ান পত্রিকা লিখল, ‘যদি কোনো নির্দয় এবং যন্ত্রণাকাতর বিদায়ের কাহিনী লিখতেই হয়, তবে তার সেরা উদাহরণ হয়ে থাকবে বুধবার বার্নাব্যুর দুঃস্বপ্নের রাত।’ বুফনের কাছে ইতালিয়ানদের প্রাণের দাবি, আগামী বছরও খেলুক বুফন। যে দরজা মুখের ওপর নিষ্ঠুরভাবে বন্ধ করে দেওয়া হলো তা খুলুক বুফন। ফুটবল দুনিয়াকে দেখিয়ে দিক, মাইকেল অলিভার সত্যিই ভুল করেছিলেন! বুফন আগামী মৌসুমেও দুর্দান্ত খেলবেন চ্যাম্পিয়ন্স লিগে, এই আশা রিয়াল কোচ জিদানেরও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর