শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ব্যর্থ শিরিন সুলতানা

ক্রীড়া প্রতিবেদক

ব্যর্থ শিরিন সুলতানা

সোনা জিতেছিলেন এসএ গেমসে। স্বপ্ন ছিল পদক জিতবেন আরও বড় আসরে। সেই স্বপ্ন নিয়ে শিরিন সুলতানা উড়ে যান গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে। ৬৮ কেজি ক্যাটাগরি ফ্রিস্টাইলে সোনা জেতার স্বপ্ন নিয়ে নেমেছিলেন গতকাল কারারা স্পোর্টস এরেনায়। প্রতিপক্ষ ভারতীয় কুস্তিগীর দিব্যা কাকরানের বিপক্ষে জয় পেলেই জিততেন পদক। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি শিরিনের। ভারতীয় প্রতিযোগীর সঙ্গে মাত্র ৩৬ সেকেন্ডের লড়াইয়ে হয়েছেন নকআউট। শিরিনের দুই কাঁধ ম্যাটে চেপে ধরে ‘ভিক্টরি বাই ফল’ পেয়ে যান ভারতীয় কুস্তিগীর। অবশ্য নক আউট হওয়ার আগে ৪-০ পয়েন্টে পিছিয়ে ছিলেন শিরিন। নক আউট হতেই শেষ হয়ে যায় তার পদক জয়ের স্বপ্ন। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামার আগে গ্রুপ পর্বের ম্যাচে শিরিন ‘ভিক্টরি বাই ফল’ পেয়েছিলেন কেনিয়ার লিলিয়ান এনথিগার বিপক্ষে। পরের ম্যাচে নক আউট হন নাইজেরিয়ার কাছে। সেমিফাইনালে হেরে যান গ্লাসগো কমনওয়েলথ গেমসে ফ্রিস্টাইলে সোনা জেতা কানাডার ড্যানিয়েল ল্যাপেজের কাছে। কানাডিয়ান কুস্তিগীর শিরিনকে হারান টেকনিক্যাল সুপিরিওরিটিতে।

গতকাল শুটিংয়ে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের শুটাররা। বেলমন্ট শুটিং সেন্টারে মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের কোয়ালিফিকেশনে ১২তম হয়েছেন শারমিন শিল্পা। ১৩তম হয়েছেন সুরাইয়া আক্তার। দুজনের স্কোর ৫৭০। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর