সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তান টেস্ট দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

গত বছর অক্টোবরে ওয়ানডেতে অভিষেক হয় ইমাম-উল-হকের। চাচা পাকিস্তানের সাবেক খ্যাতনামা ক্রিকেটার ইনজামাম-উল-হকের মান রাখেন অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে। ওয়ানডের পর এবার পাকিস্তান টেস্ট দলে অভিষেক ঘটতে যাচ্ছে ইমামের। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরকে সামনে রেখে পাকিস্তান যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে, সেখানে চমক হিসেবে ঠাঁই হয়েছে ইনজামামের ভাতিজার।

ইমাম-উল-হকের মতো টেস্ট আঙিনায় একেবারে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ফখর জামান, সাদ আলী ও উসমান সালাহউদ্দিনের। তবে জায়গা হয়নি পেসার ওয়াহাব রিয়াজ আর লেগ স্পিনার ইয়াসির শাহর।

ওয়াহাব বাদ পড়েছেন অফ ফর্মের কারণে অন্যদিকে ইয়াসির ইনজুরিতে ভুগছেন।

আসন্ন সফরে আয়ারল্যান্ডের ডাবলিনে একটি টেস্ট খেলবে পাকিস্তান। যা শুরু হবে ১১ মে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। লর্ডস ও হেডিংলিতে দুটো টেস্ট হবে।

পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), আজহার আলী, ইমাম-উল-হক, সামী আসলাম, হারিস  সোহেল, বাবর আজম, ফখর জামান, সাদ আলী, আসাদ শফিক, উসমান সালাহউদ্দিন, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, রাহাত আলী ও ফাহিম আশরাফ।

সর্বশেষ খবর