শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

অবশেষে গেইল ঝড়

ক্রীড়া ডেস্ক

অবশেষে গেইল ঝড়

আইপিএলে সফল ক্রিকেটার। তারপরও টি-২০ কিং বলে খ্যাত ক্রিস গেইলকে এবার কেউ নিলামে গুরুত্ব দেয়নি। শেষ পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব তাকে দলে ভিড়ায়। তিনি যে ফুরিয়ে যাননি তার প্রমাণ মিলল গতকালের ম্যাচে। প্রতিপক্ষ ছিল সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। যারা এবার টানা তিন ম্যাচে জয় পেয়েছে। তাদের বিরুদ্ধে ঝড় তুললেন গেইল। প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব প্রতিপক্ষ বোলারদের দিশাহারা করে রাখে। বড় ভূমিকা রাখেন গেইলই। ওপেনিং করতে এসে ছক্কা-বাউন্ডারি মেরে গ্যালারি মাতিয়ে রাখেন। সেঞ্চুরি করেন ৫৮ বলে। ১১টি ছক্কা ও ১ বাউন্ডারিতে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি। চলতি আইপিএলে এটিই ছিল প্রথম সেঞ্চুরি। সাকিব আগের ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শন করলে কাল বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেননি। ২ ওভারে ২৮ রান দেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে পাঞ্জাব ১৯৩ রান সংগ্রহ করে। পরে হায়দরাবাদ ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। সাকিব ১২ বলে ২৪ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর

পাঞ্জাব : ১৯৩/৩, ২০ ওভার, হায়দরাবাদ : ১৭৮/৪, ২০ ওভার,

ফল : পাঞ্জাব ১৫ রানে জয়ী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর