সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আফগানদের বিপক্ষে মূল দলই খেলবে

ক্রীড়া প্রতিবেদক

জুনের প্রথম সপ্তাহেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে এ শিডিউল আগেই ঠিক ছিল। কিন্তু কোন ফরম্যাটে খেলবে তা জানা যাচ্ছিল না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কয়েক দিন আগেই জানিয়েছেন তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর আবার গুঞ্জন ছিল মূল দল বাদ দিয়ে আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল ভারতে পাঠাবে বাংলাদেশ।

দ্বিতীয় নয় পূর্ণ শক্তির দলই পাঠাবে বাংলাদেশ। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদনী নান্নু মিডিয়াকে বলেন, আমাদের কাছে যেটা আপডেট আছে, লম্বা কারও চোট নেই। আমার বিশ্বাস আগামী তিন সপ্তাহের মধ্যে অধিকাংশ খেলোয়াড় পেয়ে যাব। সুতরাং আফগানদের বিপক্ষে আমরা মূল দলকে পাঠানোর চিন্তা করছি।’

প্রধান নির্বাচকের এই কথাতেই পরিষ্কার পূর্ণ শক্তির দলই আফগানিস্তানের বিপক্ষে খেলানো চিন্তা করছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। এখন শুধু ইনজুরিতে রয়েছেন মুশফিকুর রহিম ও নাসির হোসেন। এ দুজনের চোটও খুব বেশি দিন স্থায়ী হবে না বলে নান্নু আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর