মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

লিভারপুলে আসছে রোমা

ক্রীড়া ডেস্ক

লিভারপুলে আসছে রোমা

বার্সেলোনার মতো দলকে পরম দুঃসাহসে ভর করে যারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিয়েছে, লিভারপুলও তাদেরকে সম্মানের চোখে দেখবে। ইতালিয়ান ক্লাব রোমা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ খেলতে আজ আসছে লিভারপুলের মাঠ এনফিল্ডে। নিজেদের মাঠ হলেও রোমাকে নিয়ে বেশ সতর্ক অলরেডরা। এদিকে রোমার হয়ত খুব আফসোস হচ্ছে। মোহাম্মদ সালাহ তো গত মৌসুমেও তাদের ওখানেই ছিল। মৌসুম শুরুর আগেই লিভারপুল এই মিসরীয়কে দলে এনেছে ৪২ মিলিয়ন ইউরোতে। লিভারপুলের জন্য অবশ্য এটাই ছিল ক্লাব রেকর্ড। সালাহকে চিনতে ভুল করেননি ক্লাব কর্তারা। এর প্রমাণই দিয়ে চলেছেন সদ্য মৌসুম সেরার খেতাব জেতা সালাহ। রোমাতে খুব বেশিদিন ছিলেন না তিনি। দুই বছর খেলে ২৯টা গোল করেছেন। আর লিভারপুলে এক মৌসুম শেষ হওয়ার আগেই করে নিলেন ৪১ গোল। এই সালাহকে নিয়েই বিপদে পড়তে হবে রোমাকে। তবে ইতালির জমাট বাধা বরফ গলাতে কষ্ট করতে হবে সালাহকেও। ইংলিশ লিগে যেমন ভিড়ের মধ্যেই গোল করেন তিনি তেমনটা রোমার বিপক্ষে কঠিন হবে। অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল নিশ্চিত করেই ইতিহাস গড়েছে রোমা। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার হাতছানি তাদের সামনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর