শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানকে রুখে সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

চার বছর আগে ২০১৪ সালে চীনের নানজিনে যুব অলিম্পিক হকির চূড়ান্ত পর্বে খেলেছিল বাংলাদেশ। সেবার এশিয়া থেকে বাংলাদেশের সঙ্গী হয়েছিল পাকিস্তান। চলতি অক্টোবরে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে বসবে যুব অলিম্পিক হকির আসর। সেখানে এবারও এশিয়া থেকে দুটি দেশ অংশ নেবে। চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে টিকে আছে বাংলাদেশের যুবারা। এজন্য আজ ফাইভ-এ-সাইড টুর্নামেন্টের ফাইনালে খেলতে হারাতে হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে। সেমিফাইনালে জায়গা নিতে বাংলাদেশকে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অপেক্ষার সেই ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিক চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৩-৩ গোলে ঠেকিয়ে দিয়েছেন গোবিনাথান কৃষ্ণমূর্তির দল। এর আগে সকালে ১২-২ গোলে বিধ্বস্ত করে চাইনিজ তাইপেইকে। সকালে চাইনিজ তাইপেইকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের ফাইনালে বড় জয় তুলে নিতে অলআউট ম্যাচ খেলেছেন মহসিন, সবুজরা। গতকাল সকালে ১২-২ গোলে বিধ্বস্ত করেছে চাইনিজ তাইপেইকে। বাছাইপর্বে যুবদলের এটা তৃতীয় জয়। প্রথম ম্যাচে ১০-৪ গোলে সিঙ্গাপুরকে, দ্বিতীয় ম্যাচে ২০-০ গোলে কম্বোডিয়াকে এবং তৃতীয় ম্যাচে হেরে ৪-৭ গোলে হেরে যায় মালয়েশিয়ার কাছে। মালয়েশিয়া ১২-১ গোলে পাকিস্তানকে বিধ্বস্ত করে। বিকালে পাকিস্তানের বিপক্ষে তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে ড্র ছিল বাংলাদেশের টার্গেট। লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ। খেলার শুরু থেকে আক্রমণাত্মক খেলা খেলতে থাকে পাকিস্তান। প্রথম ১০ মিনিটের পর্বে দুই গোলে এগিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় পর্বে সোহানুর রহমান সবুজের গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। তৃতীয় পর্বে আরও এক গোল করে ব্যবধান ৩-১ করে পাকিস্তান। শেষ পর্বে দুর্দান্ত খেলে সমতায় শেষ করেছে বাংলাদেশ। শেষ পর্বে ব্যবধান ২-৩ করেন আবেদউদ্দীন। এরপর বহু আকাঙ্ক্ষার গোলটি করেন সবুজ। সবুজের দারুণ এক গোলে ম্যাচ শেষ হয় ৩-৩।

সর্বশেষ খবর