শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

জামাল দ্বিতীয় সিদ্দিকুর ষষ্ঠ

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা জিততে পারলেন না জামাল হোসেন মোল্লা। কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের আসর ‘বিটিআই ওপেন’-এ পারের চেয়ে ১৪ শট কম খেলেও রানার আপ হয়েছেন বাংলাদেশের এই তারকা গলফার। পারের চেয়ে ১৭ শট কম খেলে শিরোপা জিতেছেন জাপানের কাজুকি হিগা। পারের চেয়ে ৯ শট কম খেলে যৌথভাবে ষষ্ঠ হয়েছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান ও সজীব আলী। অষ্টম হয়েছেন বাংলাদেশের আরেক গলফার মোহাম্মদ নাজিম। জাপানি গলফার হিগা প্রথম রাউন্ডেই বাজিমাত করে দিয়েছেন। পারের চেয়ে খেলেছিলেন ১০ শট কম। এরপর আর তাকে টপকাতে পারেননি অন্য কোনো গলফার। তবে স্বপ্ন দেখিয়েছিলেন জামাল হোসেন। তৃতীয় রাউন্ড শেষে হিগার সঙ্গে তার পার্থক্য ছিল মাত্র ‘তিন আন্ডার পার’-এর। শিরোপা জিততে হলে শেষ দিনে জামালের ভালো খেলার পাশাপাশি হিগাকেও খারাপ করতে হতো। কিন্তু জামালও খুব ভালো করতে পারেননি এবং হিগা খারাপ করেননি। তাই চ্যাম্পিয়ন হয়ে গেলেন হিগা আর রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো জামালকে।

সর্বশেষ খবর