শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আর্সেনালকে রুখল অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক

আর্সেন ওয়েঙ্গারের বিদায়ী মৌসুমটা স্মরণীয় করে রাখতে ইউরোপা লিগের শিরোপাটা জিততে মরিয়া আর্সেনাল। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদও শিরোপা জিততে বদ্ধপরিকর। ইউরোপা কাপে দুই দলের লড়াইটা শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। ড্র ম্যাচেও ছিল ফুটবলীয় উন্মাদনার সব রসদ। কিন্তু ফরাসি রেফারি ক্লেমেন্ত তুরপিন ম্যাচের নবম মিনিটে টানা দুটি হলুদ কার্ডের পর লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন অ্যাটলেটিকোর ভ্রুসালিজকো। এতে চাপে পড়ে যায় স্প্যানিশ ক্লাবটি। ১০ জনের অ্যাটলেটিকোর বিপক্ষে ৬১তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। গোল করেন ফরাসি তারকা ল্যাকাজেট। অবশ্য ম্যাচের ৮২তম মিনিটে অ্যাটলেটিকো ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যান দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান।

এদিকে উয়েফা ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল স্যালজবার্গকে হারিয়েছে ফরাসি ক্লাব মার্সেই। দলের পক্ষে গোল দুটি করেছেন থাউভিন ও এনজিয়ে।

সর্বশেষ খবর