শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা স্বাধীনতা কাপ কাবাডি শুরু

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা স্বাধীনতা কাপ কাবাডি শুরু

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যৌথ আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে বসুন্ধরা স্বাধীনতা কাপ কাবাডি টুর্নামেন্ট। আট দলের টুর্নামেন্টের ভেন্যু পল্টন শহীদ তাজউদ্দিন আহমেদ স্টেডিয়াম। অংশগ্রহণকারী দলগুলো বগুড়া, খুলনা, ময়মনসিংহ, সিলেট, দিনাজপুর, বরিশাল, মাদারীপুর ও চট্টগ্রাম জেলা। টুর্নামেন্টের ফাইনাল ৬ মে। চ্যাম্পিয়ন প্রাইজমানি ১ লাখ টাকা এবং রানার্স আপ ৫০ হাজার টাকা। তৃতীয় স্থান দুই দল পাবে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে স্পনসর দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে টুর্নামেন্টের লোগো উন্মোচনও করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১), বাংলাদেশ পুলিশ, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মোজাম্মেল হক বিপিএম, অতিরিক্ত ডিআইজি  (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ ও আমির হোসেন পাটোয়ারী, ফারুক রিজভি, এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং অ্যান্ড সেলস, বসুন্ধরা এলপি গ্যাস, এম এম জসিম উদ্দিন, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ, ইয়াসির আহমেদ খান, চেয়ারম্যান, ভাসাভি ফ্যাশন লিমিটেড, এম আনোয়ারুল আজিম, এম সাখাওয়াত হোসেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আজ টুর্নামেন্টের উদ্বোধন করবেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ও সভাপতি, বাংলাদেশ কাবাডি ফেডারেশন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বগুড়া ও খুলনা। টুর্নামেন্টের ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্বে অ্যাডটাচ।

সর্বশেষ খবর