শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

রোমানাদের প্রথম ওয়ানডে আজ

ক্রীড়া প্রতিবেদক

রোমানাদের প্রথম ওয়ানডে আজ

নারী দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আজ প্রথমটিতে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওয়ানডে অধিনায়ক রোমানা আহমেদ বলেছেন, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অবশ্যই শক্তিশালী দল। আমরা সেরাটা দিতে পারলেই ম্যাচ  জেতা সম্ভব। ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। ব্যাট-বলে আমরা দাপটের স্বাক্ষর রাখতে চাই’।

উল্লেখ দক্ষিণ আফ্রিকা সফরে বুধবার একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছে বাংলাদেশ। নর্থওয়েস্ট নারী দলকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছেন রোমানারা। বাংলাদেশ ২৭০ রান করলেও প্রতিপক্ষ দলের ইনিংস ১৮০ রানে থেমে যায়। ম্যাচে ফারজানা ও রোমানা সেঞ্চুরি করেন। ১৪৪ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে ফারজানা ১৪৩ বলে ১০২ রান করেন।

বোলিংয়ে চমক দেখান লেগ স্পিনার ফাহিমা খাতুন। ১০ ওভার বল করে মাত্র ৫ রানে ৮ উইকেট পান তিনি। ওয়ানডে ছাড়াও সফরে তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। সালমা খাতুন টি-২০তে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

সর্বশেষ খবর