শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

ক্ষমা চাইলেন বায়ার্ন গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে দুই লেগে ভালো খেলেও ফাইনালে উঠতে পারেনি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ২-১ গোলে হারার পর বার্নাব্যুতে দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র হলে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠে যায় রিয়াল মাদ্রিদ। অথচ দুই লেগেই এগিয়ে থেকে জয় ধরে রাখতে পারেনি বায়ার্ন। রিয়াল এখন হ্যাটট্রিক শিরোপার জন্য ফাইনালে লিভারপুলের বিরুদ্ধে লড়বে। আলোচনা এখন দুই ফাইনালিস্টকে নিয়ে। তবে ফুটবল বিশ্লেষকদের ধারণা বায়ার্ন গোলরক্ষক সেভন উইলরাইশ একটু সতর্ক থাকলেই ম্যাচ জেতা সম্ভব ছিল। বেনজেমা রিয়ালের পক্ষে যে দুটি গোল করেন তার জন্য রক্ষণভাগ বা গোলরক্ষককেই দায়ী করা যায়। তবে আর কেউ স্বীকার না করলেও উইলরাইশ বলেছেন ভুলটা তারই। এ জন্য বায়ার্ন সমর্থকদের কাছে তিনি ক্ষমাও চেয়েছেন।

 দ্বিতীয়ার্ধে প্রথম মিনিটেই ভুলটি করেন বায়ার্নের নিয়মিত গোলরক্ষক মানুয়েল লয়ারের বিকল্প উইলরাইশ।

সতীর্থ তোনিসোর ব্যাকপাস ঠেকাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন তিনি। বল চলে যায় গোল মুখে, সহজ সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে রাখেন বেনজেমা। পরে হামেস রুদ্রিগেজের গোলে বায়ার্ন সমতায় ফিরলেও বিদায় নিতে হয় বুন্দেস লিগা চ্যাম্পিয়নদের। নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ইনস্টাগামে এক পোস্টে উইলরাইশ লিখেছেন ‘চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় আমি কতটা হতাশ তা ভাষায় প্রকাশ করা যাবে না।’

সর্বশেষ খবর