শনিবার, ৫ মে, ২০১৮ ০০:০০ টা

অ্যাটলেটিকো ফাইনালে

ক্রীড়া ডেস্ক

উয়েফা ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে দশ জনের দল নিয়েও আর্সেনালের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে বাড়ি ফিরেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে গানারদের ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করল দিয়েগো সিমিওনের শিষ্যরা। বৃহস্পতিবার দিয়েগো কস্তার একমাত্র গোলে দারুণ এ জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে ফরাসি ক্লাব মার্সেই দ্বিতীয় লেগে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল স্যালজবার্গের কাছে ২-১ গোলে হেরে গেছে। তবে প্রথম লেগে ২-০ গোলে জয় পাওয়ায় ফাইনাল নিশ্চিত করেছে মার্সেই। ফরাসি শহর লিঁওয়ের অলিম্পিক পার্ক স্টেডিয়ামে আগামীকালই ইউরোপা লিগের ফাইনাল খেলতে নামছে অ্যাটলেটিকো-মার্সেই। ইউরোপা লিগে অ্যাটলেটিকো মাদ্রিদ দুবারের চ্যাম্পিয়ন। ২০১০ ও ২০১২ সালে এ টুর্নামেন্ট জিতেছেন দিয়েগো সিমিওনের শিষ্যরা। আরও একবার এ শিরোপা জিতে ইন্টার মিলান, জুভেন্টাস ও লিভারপুলকে স্পর্শ করার সুযোগ তাদের সামনে। অন্যদিকে ইউরোপা লিগে প্রথম কোনো ফরাসি ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ মার্সেইয়ের সামনে। চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও কোনো ফরাসি ক্লাবই ইউরোপা লিগ জিততে পারেনি। এদিকে আর্সেন ওয়েঙ্গারের বিদায়ী মৌসুমটাও ভালো হলো না। দল চ্যাম্পিয়ন্স লিগে নেই। সামনের মৌসুমেও থাকতে পারবে না। চলতি মৌসুমে ইউরোপা লিগ জিতে বিদায়টা মধুর করতে পারতেন ওয়েঙ্গার। সেই সুযোগও শেষ হয়ে গেল। এবার শূন্য হাতেই বিদায় নিতে হবে তাকে। বেশ কয়েক দিন আগেই তিনি মৌসুম শেষ হওয়ার পর ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর