রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

দেরাদুনেই হচ্ছে টি-২০ সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

দেরাদুনেই হচ্ছে টি-২০ সিরিজ

দিল্লি থেকে ২৩৬ কিলোমিটার উত্তরে এবং চণ্ডিগড় থেকে ১৬৮ কিলোমিটার দূরে অবস্থিত দেরাদুন। শহরটি উত্তরখণ্ডের অন্তর্বর্তীকালীন রাজধানী। ভারতের অন্যতম পর্যটন নগরীটি বিশেষভাবে পরিচিত বাসমতী চালের জন্য। এই শহরটিকে নিজেদের হোম ভেন্যু হিসেবে চেয়েছে আফগানিস্তান। এখানে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে টেস্ট ক্রিকেটের নতুন সদস্য দেশটি। যদিও দেশটি চাইছে ৫টি টি-২০ খেলতে। কিন্তু বাংলাদেশের আগ্রহ তিনটিতে। মাঠের নিরাপত্তা, সুবিধাদি দেখতে বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান সাফিন এখন দেরাদুনে। তার রিপোর্টের পর পরই ফিকশ্চার চূড়ান্ত হবে। খেলার সম্ভাব্য সূচি জুনের দ্বিতীয় সপ্তাহে। ২৬ জুন দুই টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে টাইগাররা। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে আজকালের মধ্যেই ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হবে ১৩ মে। আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলে দেশে ফিরবে সাকিব বাহিনী। এরপর উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টি-২০ আবার খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রাথমিক স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ দেখা যাবে। জাতীয় ক্রিকেট ও বিসিএলে ধারাবাহিকভাবে রান করেছেন তুষার ইমরান। সেঞ্চুরির পর সেঞ্চুরি করেছেন তুষার। রান করে নির্বাচক প্যানেলের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন তুষার। মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল তুষারকে প্রাথমিক স্কোয়াডে রাখতে পারে। দেখা যাবে চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটারদেরও। তাসকিন আহমেদ, শফিউল ইসলামদের দেখা যাবে স্কোয়াডে। যুব ক্রিকেটারদের মধ্যে নাজমুল হাসান শান্ত, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিনরা থাকবেন। পুরনোদের কোনো পরিবর্তন না থাকার সম্ভাবনাই বেশি। অবশ্য তুষার ইমরানের সঙ্গে আলোচনায় আছেন দুই সিনিয়র ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও নাঈম ইসলাম। নির্বাচক প্যানেল এখন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য কী ধরনের দল গোছাবে, সেটা সময় বলবে। তবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট যে এখন আর হার্ড ও বাউন্সি নয় সেটা স্পষ্ট। সেখানকার স্পিন উইকেটে স্পিনাররা সহায়তা পাবেন, এটাই নিশ্চিত। আর দেরাদুনে উইকেটের আচরণ কেমন হবে, সেটা পরিষ্কার নয়। আফগানিস্তানের বিপক্ষে জিততে হলে শক্তিশালী স্কোয়াডই গড়তে হবে টিম ম্যানেজমেন্টকে।

সর্বশেষ খবর