রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা কাবাডির ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কাবাডির ফাইনাল আজ

বসুন্ধরা স্বাধীনতা কাপ কাবাডি প্রতিযোগিতায় কুড়িগ্রাম ও মাদারীপুরের খেলায় উত্তেজনা মুহূর্ত। আজ ফাইনালের মাধ্যমে আসরের পর্দা নামছে —বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলছে তিন দিনব্যাপী স্বাধীনতা কাপ কাবাডি। পল্টনে শহীদ তাজউদ্দীন ইনডোর স্টেডিয়ামে আজ বিকাল ৪টায় টুর্নামেন্টের ফাইনাল। প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ, রানার্স-আপ ৫০ হাজার ও দুই সেমিফাইনালিস্ট ১৫ হাজার টাকা করে। টুর্নামেন্টে মোট আটটি জেলা অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে উঠেছে ক গ্রুপ থেকে খুলনা ও সিলেট এবং খ গ্রুপ থেকে কুড়িগ্রাম ও মাদারীপুর। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে আজ দিনের শুরুতে। এরপর বিজয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। টুর্নামেন্টটির ইভেন্ট ব্যবস্থাপনায় অ্যাডটাচ। গতকাল আটটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় বগুড়া ২০ পয়েন্টে হারিয়েছে ময়মনসিংহকে, কুড়িগ্রাম ১২ পয়েন্টে মাদারীপুরকে। কুড়িগ্রাম ও মাদারীপুর সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে খুলনার প্রতিপক্ষ মাদারীপুর এবং সিলেটের কুড়িগ্রাম। আরেক গ্রুপ থেকে সেমিফাইনালে উন্নীত হয়েছে খুলনা ও সিলেট। খুলনা ১০ পয়েন্টে হারিয়েছে সিলেটকে, বরিশাল ২০ পয়েন্টে চট্টগ্রামকে, সিলেট ২ পয়েন্টে বগুড়াকে, খুলনা ৫৭ পয়েন্টে ময়মনসিংহকে ও কুড়িগ্রাম ২৪ পয়েন্টে হারায় চট্টগ্রামকে।

সর্বশেষ খবর