শিরোনাম
রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

সবার ওপরে সাকিবরাই

ক্রীড়া প্রতিবেদক

সবার ওপরে সাকিবরাই

বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারালো চেন্নাই সুপার কিংস। গতকাল প্রথমে ব্যাট করে মাত্র ১২৭ রান করেছিল বেঙ্গালুরু। লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই জিতে যায় ধোনির দল। বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ব্রান্ডন ম্যাককালাম —বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্সের তিন মারকুটে ব্যাটসম্যানই গতকাল ব্যর্থ হয়েছেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তিন তারকা দুই অঙ্কের কোটাতেই পৌঁছাতে পারেননি। তাদের ব্যর্থতার দিনে সুবিধা করতে পারেনি বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে মাত্র ১২৭ রান করেছে। কাল ৮৯ রানেই ৮ উইকেট হারিয়েছিলেন কোহলিরা। মনে হচ্ছিল হয়তো দলীয় সেঞ্চুরিও হবে না! কিন্তু লোয়ার অর্ডারে কিউই তারকা টিম সাউদির অপরাজিত ৩৬ রান করে বেঙ্গালুরুর স্কোরটা বাড়িয়ে দেন। তবে কাল দারুণ ব্যাটিং করেছেন ওপেনার পার্থিব প্যাটেলও। তিনি ৪১ বলে করেছেন ৫৩ রান। চেন্নাইয়ের দুই ওপেনার রবিন্দ্র জাদেজা ও হরভজন সিং মিলে বেঙ্গালুরুকে ধসিয়ে দিয়েছেন। ৪ ওভারে জাদেজা মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। হরভজন ২২ রানে নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া উইলি ও এনগিনি দুই পেসারই ২৪ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন।

বেঙ্গালুরুর দেওয়া ১২৮ রানের টার্গেটে পৌঁছাতে ১৮ ওভার খেলতে হয়েছে। চেন্নাইও ৮০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে পঞ্চম জুটিতে ধোনি ও ব্রাভো মিলে ৪৮ রানের অপরাজিত জুটি গড়ে দলকে নিরাপদে পৌঁছে দেন। দিনের দ্বিতীয় ম্যাচে সাকিবের হায়দরাবাদ ৭ উইকেটে দিল্লিকে হারিয়ে শীর্ষেই থাকল। দিল্লি ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান সংগ্রহ করে। পরে হায়দরাবাদ ১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সাকিব কাল ৪ ওভারে ৩৪ রানে কোনো উইকেট পাননি। ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি তার।

 

সংক্ষিপ্ত স্কোর

বেঙ্গালুরু : ১২৭/৯, ২০ ওভার, চেন্নাই : ১২৮/৪, ১৮ ওভার

দিল্লি : ১৬৩/৫, ২০ ওভার, হায়দরাবাদ : ১৬৪/৩, ১৯.৫ ওভার

সর্বশেষ খবর