রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

পেছাল ফ্রান্সের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

পেছাল ফ্রান্সের দল ঘোষণা

ইনজুরিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ লরেন্টের

রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল ফ্রান্স। তরুণ আর অভিজ্ঞদের নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে চায় ফরাসিরা। কিন্তু লড়াইয়ে নামার আগেই ইনজুরির আঘাত ফ্রান্স দলে। আর্সেনাল তারকা লরেন্টকে হারিয়েছেন দিদিয়ের দেশম। ইউরোপা লিগের সেমিফাইনাল খেলতে গিয়ে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন এই ডিফেন্ডার। ২০১০ সাল থেকে আর্সেনালের এবং ২০১১ সাল থেকে ফ্রান্সের ডিফেন্স লাইন বেশ সফলতার সঙ্গেই সামলাচ্ছেন লরেন্ট। তবে বিশ্বকাপে তাকে আর পাচ্ছে না ফ্রান্স। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। দিদিয়ের দেশম এই শোকে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণার তারিখটাই পিছিয়ে দিলেন। ‘এটা ফ্রান্স দলের জন্য বড় একটা ক্ষতি। ইনজুরি কখনোই সঠিক সময়ে আসে না।’ দিদিয়ের দেশম এভাবেই আক্ষেপ করলেন লরেন্টের জন্য। তবে দল ঘোষণায় কোনো ভুল করতে চান না ফরাসি কোচ। ১৯৯৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক ১৭ মে প্রাথমিক দল ঘোষণা করবেন। এর কারণ উয়েফা ইউরোপা লিগের ফাইনাল। ১৬ মে লিঁওনের ফাইনালে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব মার্সেই। দীর্ঘ ১৪ বছর পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ফাইনাল খেলছে মার্সেই। দুই ক্লাবের বেশ কয়েকজন ফুটবলার ফ্রান্সের জার্সিতে রাশিয়া বিশ্বকাপে খেলবেন বলেই ধারণা করা হচ্ছে। অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়ান গ্রিজম্যানকে ফ্রান্সের চূড়ান্ত দলে ধরেই নেওয়া যায়। এ ছাড়াও মার্সেইয়ের স্টিভ মান্ডানা, ফ্লোরিয়ান থাউভিন, দিমিত্রি পায়েত, আদিল রামি এবং বুনা সারের সম্ভাবনাও উজ্জ্বল। এদের কাউকেই হারাতে চান না দিদিয়ে দেশম। তবে ক্লাব ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হলে গুরুত্বপূর্ণ এসব সদস্যরাও বাদ পড়তে পারেন বিশ্বকাপের দল থেকে। এ কারণেই ১৬ মের ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে চান দিদিয়ের দেশম। ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফাইনালিস্ট দুই ক্লাবের ফুটবলারদের প্রস্তুতিতে কোনোভাবেই প্রভাব ফেলতে চায় না ফ্রান্স। বিশ্বকাপ দলে ডাক পেলে তাদের মধ্যে হয়তো ক্লাব ফুটবল নিয়ে এক ধরনের সতর্কতা দেখা দিতে পারে। যার প্রভাব খেলাতেও পড়তে পারে। এ কারণেই ১৭ মে দল ঘোষণা করবেন দিদিয়ের দেশম।

সর্বশেষ খবর