রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

বার্সাকে রুখতে মরিয়া রিয়াল

এল ক্ল্যাসিকোর লড়াই

ক্রীড়া ডেস্ক

বার্সাকে রুখতে মরিয়া রিয়াল

দুটো দলই বদ্ধপরিকর। চোয়ালবদ্ধ সংকল্প নিয়ে মাঠে নামছে পরস্পরকে ঘায়েল করতে। কেউ কাউকে এক ইঞ্চিও ছাড় দিতে নারাজ। মাঠের লড়াই তো হবেই, তার আগে কথার লড়াইয়ে খই ফুটছে যেন। রিয়াল বলছে, কোনোভাবেই বার্সাকে অপরাজিত থাকতে দেওয়া যাবে না। বার্সার প্রতিজ্ঞা, রেকর্ডটা ধরে রাখতে হবে। ফুটবলে এমন মরণপণ যে কোনো লড়াই সমর্থকদের জন্য বেশ উপাদেয়। এল ক্ল্যাসিকো হলে তো কথাই নেই। আজ মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোর লড়াইয়ে মাঠে নামছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দুই সেরা শক্তি, বার্সা-রিয়াল। ন্যূ ক্যাম্পে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল। লা লিগা হাতছাড়া হয়েছে বেশ কয়েক মাস আগেই। হাল ছেড়ে দিয়ে জিদান মনোযোগী হয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক শিরোপা জেতায়। কিন্তু লা লিগা ছেড়ে দিলেও এল ক্ল্যাসিকোর লড়াইয়ে তো আর গা ভাসিয়ে দেওয়া যায় না! মৌসুমজুড়ে অপরাজিত বার্সার গৌরবে একটা কলঙ্ক তিলক বসাতে পারলেও প্রাপ্তির খাতাটা অন্তত শূন্য থাকবে না। জিদানের দল তাই গা ঝাড়া দিয়ে উঠেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল নিশ্চিত করা হলো। লিভারপুলকে হারানোর বিষয়টা পরে আসছে। তার আগে বার্সাকে তাদেরই মাঠে হারাতে পারলে মৌসুমটা অন্তত মর্যাদা ধরে রেখেই শেষ করতে পারে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগ জিতলে তো মাথা উঁচু করে ঘোষণাই করতে পারে তারা, আমরাই সেরা! কিন্তু রিয়ালের বার্সাঘাতি হওয়ার স্বপ্ন সফল হোক, তা মোটেও চান না বার্সা তারকারা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বার্সার গৌরবে নতুন একটা পালক যুক্ত করতে চায় তারা। যা লা লিগার ইতিহাসেই কেউ কখনো করে দেখায়নি। রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, ভিয়ারিয়াল, সেভিয়া আর অ্যাথলেটিকের মতো ক্লাবের ভিড়ে এই লিগে অপরাজিত থাকাটা বড্ড কঠিন। সেই কঠিন কাজটাই করে দেখাচ্ছে বার্সেলোনা। তবে এল ক্ল্যাসিকোর পরীক্ষাতে পাস মার্ক পাওয়াটাই এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সর্বশেষ খবর