বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

আরচারিতে বাংলাদেশই সেরা

ক্রীড়া প্রতিবেদক

আরচারিতে বাংলাদেশই সেরা

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের হাত থেকে চ্যাম্পিয়নের ট্রফি নেওয়ার পর উল্লসিত বাংলাদেশের আরচাররা। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে চার দিনব্যাপী ইসলামী সলিডারিটি চ্যাম্পিয়নশিপের পর্দা নামে —বাংলাদেশ প্রতিদিন

ইসলামী সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপের গত আসরে সাত ইভেন্টের ফাইনালে উঠে সোনা জিতেছিল ৬টি। এবার সেটাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। রিকার্ভ ও কম্পাউন্ডের ১০ ইভেন্টের নয়টির ফাইনালে উঠেছিল বাংলাদেশের আরচাররা। তাই গোটা দেশ স্বপ্ন দেখেছিল নতুন ইতিহাসের। কিন্তু সেটা হয়নি। পাঁচটিতে সোনা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। অবশ্য অন্যরকম একটি প্রাপ্তিও আছে এই সোনা জয়ের লড়াইয়ে। সোনা মোড়ানোর দিনে গতকাল কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে রোকসানা ১৩৬-১৩৩ সেট পয়েন্টে হারিয়েছেন যুব বিশ্বচ্যাম্পিয়ন ইরাকের ফাতিমা আলমাশাদানিকে। সব মিলিয়ে ৯ ইভেন্টের ৫টি সোনা ও ৪টি রুপা ও একটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ১০ ইভেন্টের সোনার লড়াই শুরু হয় সকালে। দিনের চতুর্থ ফাইনালে ঢাকার সাভারের মেয়ে রোকশানা আক্তার যুব বিশ্ব চ্যাম্পিয়ন ইরাকের ফাতিমা আলমাশাদানিকে হারিয়ে কম্পাউন্ড নারী এককে সোনা জয়ের পর তাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল মওলানা ভাসানী স্টেডিয়ামে। কিন্তু দিন শেষে সে উচ্ছ্বাস আর থাকেনি। সাফল্য পেতে তিন মাস আগে ফেডারেশন নিয়োগ দেয় জার্মানির কোচ ফ্রেডরিখ মার্টিনকে। কিন্তু সেই রিকার্ভেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের আরচাররা। ৫ ইভেন্টে সোনা জিতেছে মাত্র একটি। কম্পাউন্ডে ৫ ইভেন্টে সোনা জিতেছে চারটি। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে ৯ ইভেন্টের ফাইনালে উঠলেও সোনা নিশ্চিত ছিল দলের। কম্পাউন্ড পুরুষ এককের ইভেন্ট ফাইনালে উঠেছিল অসীম কুমার দাস ও আবুল কাশেম মামুন। ফাইনালে অসীম ১৪০-১৩৪ পয়েন্টে হারান মামুনকে।   কম্পাউন্ড মহিলা এককে রোকসানা হারান বিশ্বচ্যাম্পিয়ন ইরাকের আলমাশাদানী ফাতিমাকে ১৩৬-১৩৩ পয়েন্ট সেট ব্যবধানে। ফাতিমাকে হারানোয় উচ্ছ্বসিত রোকসানা বলেন, ‘আমার ক্যারিয়ারের সেরা প্রাপ্তি এটা। আমি উচ্ছ্বসিত ফাতিমাকে হারিয়ে।’ কম্পাউন্ড  মিশ্র  দলগতভাবে  ইরাকের আলমাশাদানী ফাতিমা ও শাখান ওয়ালিদ হামিদ জুটি ১৪৬-১৪৩ পয়েন্ট সেট ব্যবধানে হারান অসীম কুমার দাস ও রোকসানা আক্তারকে। কম্পাউন্ড দলগত ইভেন্টে মামুন ও মিলন মোল্লা ২২৫-২০৫ পয়েন্ট সেট ব্যবধানে ইরাকের আল দাঘান ইসহাক ও মোতির আমিরকে। কম্পাউন্ড মহিলা দলগতভাবে  ইভেন্টে বাংলাদেশের রোকসানা আক্তার, বন্যা আক্তার ও রিতু আক্তারকে ২১৬-১৫২ পয়েন্ট সেট ব্যবধানে হারান মরক্কোর এল আসাদি, কাদিয়া ও ফাতিমা জাহরাকে। রিকার্ভ পুরুষ এককে সৌদি আরবের বিনালী আবদালেল্লাহ ৭-১ সেট পয়েন্ট ব্যবধানে হারান বাংলাদেশের মো. রোমান সানাকে। অথচ রোমান এই ইভেন্টে ছিলেন ফেবারিট। রিকার্ভ মহিলা এককে এস্তোনিয়ার ‘পারনাট রিনা’ ৭-১ সেট পয়েন্ট ব্যবধানে তুরস্কের উনসাল বেগুনহানকে হারিয়ে সোনা জিতেন।  রিকার্ভ   মিশ্র   দলগতভাবে ইভেন্টে তুরস্কের বেরেকেত বুকার ৫-১ সেট পয়েন্ট ব্যবধানে হারায় বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তারকে। পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও  শেখ সজিবকে ৫-১ সেট পয়েন্ট ব্যবধানে হারান নেপালের নাগারকোটি রুশান, শেরচান অসীম ও পুন মাগার তিলককে। রিকার্ভ মহিলা দলগতভাবে আজারবাইজানের গাসিমোভা অজি, ইবাদোভা সুঘরাগহানিম ও রামাজানোভা ইয়ালাগুল ৫-৪ সেট পয়েন্ট ব্যবধানে বাংলাদেশের নাসরিন আক্তার, বিউটি রায় ও মোসাম্মত রাদিয়া আক্তার শাপলাকে হারিয়ে সোনা জিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর