বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

সিদ্দিকুরদের হতাশার দিন

ক্রীড়া প্রতিবেদক

সিদ্দিকুরদের হতাশার দিন

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল শুরু হয়েছে এশিয়ান ট্যুরের আসর ‘এবি ব্যাংক বাংলাদেশ ওপেন-২০১৮’। প্রথম দিনটি ছিল বাংলাদেশের গলফারদের জন্য হতাশার। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান রয়েছেন ২১ জনের সঙ্গে যৌথভাবে ৫৮তম স্থানে। গতকাল পারের চেয়ে এক শট বেশি খেলেছেন তিনি। যদিও গতকাল প্রথম রাউন্ড শেষ করতে পারেননি সব গলফার। বৃষ্টির কারণে খেলা দিনের বেশির ভাগ সময় ছিল বন্ধ। তাই প্রথম রাউন্ডের খেলা অসম্পূর্ণ রয়েছে। তবে যারা গতকাল প্রথম রাউন্ডের ১৮ হোলের খেলা শেষ করতে পারেননি তারা আজ প্রথমে বাকি হোলগুলোর খেলা শেষ করবেন। তারপর দ্বিতীয় রাউন্ড খেলার জন্য নতুন করে টি-অফ হবে। তবে যারা গতকাল খেলা শেষ করতে পারেননি তাদের জন্য আজ কঠিন হয়ে যাবে, কেন না দ্বিতীয় রাউন্ড খেলতে হবে আজই যদি আবহাওয়া ভালো থাকে। বাংলাদেশের অধিকাংশ গলফারই গতকাল প্রথম রাউন্ডের খেলা শেষ করতে পারেননি। তারকা গলফার জামাল হোসেন মোল্লা ১০ হোল খেলেছেন। পারের সমান শট খেলেছেন। আরেক গলফার সজীব আলী ৯ হোলের খেলা শেষ করেছেন, তিনিও পারের সমান শট খেলেছেন। প্রথম রাউন্ডে এখন পর্যন্ত শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের গলফার রাতানান ওয়ানাশ্রীচান। তিনি পারের চেয়ে ৬ শট কম খেলেছেন। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের এম ধরম ও যুক্তরাজ্যের জ্যাক হ্যারিসন। উভয়েই পারের চেয়ে ৫ শট কম খেলেছেন। প্রথম রাউন্ডে সবার নিচে রয়েছেন বাংলাদেশের গলফার আরাফ শাদ। তিনি পারের চেয়ে ১৩ শট বেশি খেলে সবার নিচে অর্থাৎ ১৪৪তম স্থানে রয়েছেন। ঘরের কোর্সে স্থানীয় কোনো প্রোফেশনাল গলফারের এক রাউন্ডে ১৩ শট বেশি খেলাটা লজ্জারই বটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর