বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশের সফর বাতিল করল অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। অসিদের বিরুদ্ধে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। কিন্তু গতকাল আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ দেখিয়ে এই সফর বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অসি দর্শকদের বেশি ঝোঁক ফুটবলের দিকে। তাছাড়া বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে স্পন্সরের অভাব এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকেই সিরিজটি বাতিল করেছে অস্ট্রেলিয়া। তবে এখনো আশা ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে, ২০১৯ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়াকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন ইএসপিএনক্রিকইফোকে বলেছেন, ‘আমরা তাদেরকে আরও কিছু বিকল্প প্রস্তাব দিয়েছি। এখন তাদের নতুন সিদ্ধান্ত শোনার অপেক্ষায় রয়েছি।’

সর্বশেষ খবর