শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

ইতিহাস গড়ার অপেক্ষায় বার্সা

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়ার অপেক্ষায় বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে। টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ব্যারিয়ার টপকাতে পারেনি বার্সেলোনা। ইউরো সেরা হওয়ার লড়াইয়ে টিকতে না পারলেও লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছে কাতালানরা। এখন অপেক্ষা শুধু লিগের বাকি লেভেন্তে ও রিয়াল সোসিদাদের ম্যাচ দুটি। যদি ম্যাচ দুটিতে অপরাজিত থাকে, তাহলে লা লিগার ইতিহাসে প্রথম ও একমাত্র দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হবেন লিওনেল মেসিরা। পরশু রাতে ক্যাম্প ন্যুতে ঐতিহ্য বজায় রেখে চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দেয় ভিলারিওল। চ্যাম্পিয়ন বার্সেলোনা একতরফা ম্যাচ খেলে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ভিলারিওলকে। বিপরীতে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক শিরোপার হাতছানি দিতে থাকা রিয়াল মাদ্রিদ ২-৩ গোলে হেরে গেছে মাঝারি সারির দল সেভিলার কাছে। অবশ্য এই হারে তৃতীয় স্থান থেকে ছিটকে পড়তে হয়নি জিনেদিন জিদানের দল রিয়ালকে। ৭২ পয়েন্ট নিয়ে তিনেই রয়েছে। ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ৯০ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা।

চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচ শুরুর ২০ মিনিটের মধ্যে জোড়া গোল করে এগিয়ে যায় সফরকারীরা। ১১ মিনিটে বার্সার পক্ষে গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার কৌটিনহো। ১৬ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করেন লুকাস দিনিয়ে। আন্দ্রেস ইনিয়েস্তার বাড়ানো পাসে গোলটি করেন দিনিয়ের। ৪১ মিনিটে সুযোগ নষ্ট করে ৪৫ মিনিটে  একক নৈপুণ্যে গোল সংখ্যা তিনে উন্নীত করেন মেসি। লিগে এটা আর্জেন্টাইন তারকা ফুটবলারের ৩৪ নম্বর গোল। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যাওয়ার পর রিল্যাক্স ফুটবল খেলে বার্সেলোনা। বিপরীতে ভিলারিওল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দ্বিতীয়ার্ধে। ৫৪ মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। পাবলো ফোরনালসের ক্রসে নিকোলা সানসোনের গায়ে বল লেগে গোলে জড়িয়ে যায়। ৬১ মিনিটে ইনিয়েস্তাকে মাঠ থেকে তুলে নেওয়ার পর গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে শ্রদ্ধা জানায়। ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জার্সিতে এটাই শেষ ম্যাচ ইনিয়েস্তার। ৮৭ মিনিটে বার্সেলোনার চার নম্বর গোল করেন ফরাসি স্ট্রাইকার দেম্বেলে। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে কাতালানদের পঞ্চম গোলটি করেন দেম্বেলে। ম্যাচে এটা ফরাসি স্ট্রাইকারের দ্বিতীয় গোল। সব মিলিয়ে ৫-১ গোলে জিতে মাঠ ছেড়েছে বার্সেলোনা। এই জয়ে ৩৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৯০। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭৫।

রিয়াল মাদ্রিদ অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপা জেতার। এমন সমীকরণ যখন ক্রিস্টিয়ানো রোনালদোদের সামনে, তখন সেভিয়ার কাছে তাদের মাটিতে ৩-২ গোলে হেরে গেছে দলটি।

অথচ প্রথম লেগে ৫-০ গোলে জিতেছিল রিয়াল। হারা ম্যাচে অবশ্য কোচ জিদান বিশ্রাম দিয়েছিলেন রোনালদো, গ্যারেথ বেল, লুকা মড্রিচ, টনি ক্রুসদের। এসব তারকা ফুটবলারের অভাব পুরোপুরি অুনভব করেছে গত আসরের চ্যাম্পিয়নরা।

সর্বশেষ খবর