সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

প্লে অফে রাজস্থান বিদায় মুম্বাই

ক্রীড়া প্রতিবেদক

প্লে অফে রাজস্থান বিদায় মুম্বাই

আইপিএলের প্লে অফের প্রথম তিন দল চূড়ান্ত ছিল আগেই। সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ, মহেন্দ্র সিং ধোনীর চেন্নাই সুপার কিংস এবং শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। চার নম্বর দলের লড়াইয়ে ছিল মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। রান রেটের হিসাবে সুবিধাজনক অবস্থানে ছিল মুম্বাই। গতকাল আইপিএলের শেষ রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বাই ও দিল্লি ডেয়ারডেভিলস। সাত ম্যাচ বসে থাকার পর খেলতে নামেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। পয়েন্ট টেবিলের সবার ওপরের দল হায়দরাবাদ ও চেন্নাই। দুই দল খেলবে কোয়ালিফাইয়ার্স। জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। পরাজিত দল খেলবে কলকাতা ও রাজস্থানের বিজয়ী দলের সঙ্গে। গতকাল মুম্বাই দিল্লির কাছে ১১ রানে হেরে বিদায় নেয়। এতে করে বিদায় নেয় আইপিএলের চলতি আসর থেকে। মুম্বাইয়ের জন্য গুরুত্বপূর্ণ যে ম্যাচটি, ঠিক ততটাই আনুষ্ঠানিকতা দিল্লির। দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাই ৫ উইকেটে পাঞ্জাবকে পরাজিত করলে রাজস্থান প্লে অফে জায়গা করে নেয়।

সংক্ষিপ্ত স্কোর

দিল্লি : ১৭৪/৪, ২০ ওভার (প্যান্ট ৬৪, শংকর ৪৩, ম্যাক্সওয়েল ২২, শর্মা ১৫*, পান্ডে ১/১১, মায়ানেক ১/২১, বুমরা ১/২৯)

মুম্বাই : ১৬৩/১০, ১৯.৩ ওভার (লুইস ৪৮, কার্টিং ৩৭, পান্ডে ২৭, অমিত ৩/১৯, প্যাটেল ৩/২৮, সন্দিপ ৩/৩৬) ফল : দিল্লি ১১ রানে জয়ী।

পাঞ্জাব : ১৫৩/১০, ১৯.৪ ওভার (নাসির ৫৪, মনোজ ৩৫, লঙ্গি ৪/১০)

চেন্নাই : ১৬৯/৫, ১৯.১ ওভার (সুরেশ ৬১*, দিপক ৩৯, রাজপুত ২/১৯)

ফল : চেন্নাই ৫ উইকেটে জয়ী

সর্বশেষ খবর