বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন

দুর্দান্ত একটা মৌসুম খেলেছেন হ্যারি কেইন। টটেনহ্যামের জার্সিতে ৪৮ ম্যাচে ৪১ গোল করেছেন তিনি। ইংল্যান্ডের জার্সিতেও গত বছর ৬ ম্যাচে করেছেন ৭ গোল। সবমিলিয়ে জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে ১২ গোল। তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। বিশ্বকাপ দলে তিনি স্থান পেয়েছেন আগেই। এবার ইংল্যান্ডের অধিনায়কের ভার বহনের কঠিন দায়িত্বটাও চাপল তার কাঁধে। অবশ্য হঠাৎ করেই তার কাঁধে দলের দায়িত্ব তুলে দেননি কোচ সাউথগেট। গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের আর্মব্যান্ড পরেছিলেন কেইন। সেই ম্যাচে ২-২ গোলে ড্র করে ইংল্যান্ড। কেইনের গোলেই ম্যাচটা ড্র করেছিল ইংলিশরা। তাকে অধিনায়ক হিসেবে বেছে নিতে গিয়ে সাউথগেট বলেন, ‘হ্যারির অসাধারণ কিছু গুণই তাকে এই পদটার দাবিদার করে তুলেছে।’ হ্যারি কেইন অবশ্য এসব নিয়ে মোটেও ভাবছেন না। তিনি বলেন, ‘আমি উন্মুখ হয়ে বিশ্বকাপের অভিজ্ঞতা নেওয়ার অপেক্ষায় আছি।’ কেইনের যেন আর তর সইছে না। ২৪ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার বিশ্বকাপের অন্যতম তারকা হয়ে উঠতে পারেন রাশিয়ায়।

 

সর্বশেষ খবর