শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

ফিগোর বাজি পর্তুগাল

ক্রীড়া ডেস্ক

ফিগোর বাজি পর্তুগাল

পর্তুগালের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য লুইস ফিগো। বিশ্বকাপ কিংবা ইউরোপিয়ান কাপ জিততে পারেননি। কিন্তু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। তিনি পর্তুগাল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা। অবসর সময় কাটালেও বিশ্ব ফুটবলের দিকে তীক্ষ নজর রয়েছে। রাশিয়া বিশ্বকাপে শিরোপা জিতবে কোন দল? এমন প্রশ্নের উত্তরে নানাজনের নানা মত। কিন্তু ফিগো মনে করেন, রাশিয়া বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল। শুধু তাই নয়, আজকের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতবে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। পর্তুগাল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। বিশ্বকাপে সর্বোচ্চ প্রাপ্তি ১৯৬৬ সালের সেমিফাইনাল। রোনালদোর নেতৃত্বে দারুণ ফুটবল খেলছে দলটি। সিনিয়র ও জুনিয়রদের মিশেলের দলটির ওপর অগাধ আস্থা ফিগোর। বিশ্বকাপের আগে দেশের মূল তারকা রোনালদোর দল রিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে বলেই বিশ্বাস ফিগোর, ‘রিয়ালের ইতিহাস ও অভিজ্ঞতার দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার। রিয়ালের বিরুদ্ধে লিভারপুলকে এগিয়ে রাখার কোনো সুযোগ নেই। মানছি, ফাইনাল সব সময় হাড্ডাহাড্ডি হয়। তারপরও আমি এগিয়ে রাখব রিয়ালকে।’ রিয়ালকে যেমন অভিজ্ঞতা, ইতিহাস ও ঐতিহ্যের জন্য এগিয়ে রেখেছেন, তেমনি পর্তুগাল কেন বিশ্বকাপ জিতবে, তার ব্যাখ্যাও দিয়েছেন, ‘আশা করছি পর্তুগাল এবার বিশ্বচ্যাম্পিয়ন হবে। দলটা একই সঙ্গে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেল। এ ছাড়া একবার অন্তত আমাদের বিশ্বকাপ জেতা দরকার। অনেকেই আমাদের ফেবারিট মানছেন না। কিন্তু আমি জানি, রোনালদোরা রাশিয়া বিশ্বকাপের সব হিসাব পাল্টে দেবেন।’

বিশ্বকাপে পর্তুগাল গ্রুপে খেলবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, মরক্কো ও ইরান। ১৫ জুন প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হেভিওয়েট স্পেন। সুতরাং ফিগো যাই বলুন না কেন, বাজি প্রিয় দলের পক্ষে রাখুন না কেন, পরের রাউন্ডে যেতে পর্তুগালকে কঠিন লড়াই করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর