সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

দলগুলোর প্রস্তুতি মিশন শুরু

আর মাত্র ১৭ দিন

ক্রীড়া ডেস্ক

দলগুলোর প্রস্তুতি মিশন শুরু

অনুশীলনে সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল ফরাসি তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে —এএফপি

বিশ্বকাপ শুরু হতে খুব বেশি দিন নেই। রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ৩২টি দল এরই মধ্যে অনুশীলন শুরু করেছে নিজেদের ক্যাম্পে। ক্লাবের দায়িত্ব শেষ করে মেসি-রোনালদো-নেইমাররা পৌঁছে গেছেন যার যার ডেরায়। কয়েক সপ্তাহের অনুশীলন শেষ করে বিশ্বকাপের দলগুলো এবার প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে। আজ থেকেই শুরু হচ্ছে প্রস্তুতিপর্ব। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আজ মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের। রাশিয়া বিশ্বকাপে শীর্ষ ফেবারিট হিসেবেই অংশ নিচ্ছে ফরাসিরা। ডিফেন্স, মিডফিল্ড এবং ফরোয়ার্ড লাইনে ফ্রান্সের রয়েছে দুর্দান্ত সব ফুটবলার। তরুণ ফুটবলাররা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ফ্রান্সকে। এই দিকটাই অন্যদের চেয়ে এগিয়ে রাখছে দিদিয়ের দেশমের দলকে। তবে বিশ্বকাপের ঠিক পূর্ব মুহূর্তে একটা কঠিন পরীক্ষাই দিতে হচ্ছে ফ্রান্সকে। আজ আইরিশদের মুখোমুখি হচ্ছে ফরাসিরা। ফ্রান্স স্টেডিয়ামের এই ম্যাচটা দিদিয়ের দেশমের জন্য গুরুত্বপূর্ণ। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দলের ফুটবলারদের। এই ম্যাচে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হলে বিশ্বকাপে প্রথম একাদশ তো বটেই, হয়ত বদলি হিসেবেও নামা হবে না। ফ্রান্স এবারের বিশ্বকাপে সি গ্রুপে পেরু, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। কঠিন গ্রুপ নিঃসন্দেহে। ফ্রান্স, পেরু ও ডেনমার্ক তিনটা দলই ফিফা র‌্যাঙ্কিংয়ে কাছাকাছি। এদিকে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোদের পর্তুগালও। প্রতিপক্ষ আফ্রিকান দল তিউনিসিয়া। দুই দিন আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে ক্লান্ত রোনালদো এই ম্যাচে নাও থাকতে পারেন। সেক্ষেত্রে পর্তুগিজদের জন্য ম্যাচটা কঠিনই হবে। পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে তিউনিসিয়া। বিশ্বকাপে বি গ্রুপে পর্তুগাল মুখোমুখি হবে স্পেন, ইরান ও মরক্কোর। অন্যদিকে তিউনিসিয়া খেলবে জি গ্রুপে ইংল্যান্ড, বেলজিয়াম ও পানামার সঙ্গে। আজ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ইরান, সৌদি আরব এবং নাইজেরিয়াও। ইরান মুখোমুখি হচ্ছে তুরস্কের।

 অন্যদিকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হচ্ছে সৌদি আরব। নাইজেরিয়ার প্রতিপক্ষ ডিআর কঙ্গো। এছাড়াও মেক্সিকো মুখোমুখি হবে ওয়েলসের। আগামীকালও প্রস্তুতি মিশন চলবে বিশ্বকাপ দলগুলোর। আর্জেন্টিনা মাঠে নামবে আগামীকাল। এদিকে এশিয়ান দলগুলোর মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি মিশন শুরু করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। গত রাতেই তারা মুখোমুখি হয়েছে হন্ডুরাসের। বিশ্বকাপের এফ গ্রুপে দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে জার্মানি, মেক্সিকো এবং সুইডেনের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর