সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

ফিরেই চ্যাম্পিয়ন চেন্নাই

ক্রীড়া ডেস্ক

ফিরেই চ্যাম্পিয়ন চেন্নাই

সেঞ্চুরির পর চেন্নাইয়ের অসি ব্যাটসম্যান ওয়াটসন। তার দুর্দান্ত ব্যাটিংয়েই সহজেই চ্যাম্পিয়ন ধোনির দল —এএফপি

দুই বছর নিষেধাজ্ঞা ছিল চেন্নাই সুপার কিংসের উপর। এই দুই বছরে একবার জিতল হায়দরাবাদ। একবার মুম্বাই। কিন্তু ফিরেই নিজেদের জাত চেনাল চেন্নাই। তৃতীয়বারের মতো আইপিএল জিতে নিল ধোনির দল। শেন ওয়াটসনের দুর্দান্ত ব্যাটিংয়ে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে তারা।

হায়দরাবাদের ১৭৮ রানের জবাবে ২ উইকেট হারিয়ে ১৮১ রান করে চেন্নাই। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১১তম আইপিএলের ফাইনাল খেলতে নামে চেন্নাই-হায়দরাবাদ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ। কেইন উইলিয়ামসন ৪৭ ও ইউসুফ পাঠান ৪৫ রান করেন। এছাড়াও শিখর ধাওয়ান ২৬ এবং সাকিব ২৩ রান করেন। চেন্নাইয়ের পক্ষে ১টি করে উইকেট শিকার করেন এনজিডি, শার্দুল, কর্ণ শর্মা, ডোয়াইন ব্রাভো এবং জাদেজা। জবাবে ব্যাটিংয়ে নেমে হায়দরাবাদের বোলিংকে অনেকটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই ৯ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস। মাত্র ৫৭ বলে ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অসি তারকা শেন ওয়াটসন (৮টি ছক্কা ও ১১টি চার)। ডু প্লেসিস (১০) এবং সুরেশ রায়নার (৩২) উইকেট হারালেও জয় পেতে কোনো কষ্টই হয়নি চেন্নাইয়ের। ওয়াটসনকে শেষ পর্যন্ত সঙ্গ দেন আমবাতি রায়ডু (১৬)। এই নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হলো চেন্নাই। এর আগে ২০১০ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আইপিএলে তিনটি শিরোপা জয়ের রেকর্ড আছে কেবল মুম্বাইয়ের। এবারের আইপিএলে সর্বোচ্চ রান করলেন কেইন উইলিয়ামসন (৬৮৮)। সর্বোচ্চ উইকেট শিকারি অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু তায়ে (২৪টি)।

সংক্ষিপ্ত স্কোর

হায়দরাবাদ : ১৭৮/৬, ওভার ২০, চেন্নাই : ১৮১/২, ওভার ১৮.৩

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর