সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ শেষ সালাহর!

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ শেষ সালাহর!

সালাহকে টেনে ফেলে দিচ্ছেন সার্জিও রামোস। এরপরই কাঁধে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন মিসরীয় তারকা —এএফপি

ফুটবলের অনেক কিংবদন্তিরাই বলেছিলেন, এবারের বিশ্বকাপে জ্বলে উঠতে পারেন মোহাম্মদ সালাহ। মিসরীয় সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন, এবার কিছু একটা হবে। নিদেনপক্ষে নকআউট পর্বটা হয়ত খেলা যাবে! সব আশা বুঝি শেষ হয়ে গেল। বিশ্বকাপের মাত্র ১৭ দিন আগে মাঠের বাইরে ছিটকে গেলেন মোহাম্মদ সালাহ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গিয়ে সার্জিও রামোসের দেওয়া আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। রিয়াল অধিনায়ক সালাহকে মাটিতে টেনে ফেলে দেওয়ার সময় মিসরীয় তারকা কাঁধে গুরুতর আঘাত পান। ম্যাচ শেষে লিভারপুল কোচ ক্লপ বলেন, ‘আঘাতটা গুরুতর। সমস্যাটা সম্ভবত কলারবোনে অথবা কাঁধে। অবস্থা ভালো মনে হচ্ছে না।’ মিসরকে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে তুলে এনেছিলেন সালাহ। রাশিয়ায় দারুণ কিছু করবেন বলেই ভেবেছিল সবাই। এমনকি অনেকে তাকে বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবেও কল্পনা করে নিয়েছিল। কিন্তু বিশ্বকাপ খেলাটাই এখন অনিশ্চিত হয়ে গেল সালাহের। অবশ্য মিসরীয় ফুটবল দলের ডাক্তার এক্স-রে রিপোর্ট হাতে পাবার পর বলেছেন, ‘আমি আশাবাদী।’ রিপোর্ট নাকি বলছে, সমস্যাটা লিগামেন্টে। সালাহ বিশ্বকাপ খেলতে না পারলে ভিলেনেই পরিণত হবেন সার্জিও রামোস। এজন্যই সম্ভবত তাকে আঘাত দিয়ে মাঠ থেকে বের করার পর দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভ কামনাও জানিয়েছেন রামোস! বিশ্বকাপের ঠিক পূর্ব মুহূর্তে সালাহের মতো তারকাকে এমন গুরুতর আঘাত দেওয়ার পর সার্জিও রামোস হয়ত খুবই অনুতপ্ত। তবে মিশরীয়দের কাছে অনুতপ্ত হলেও ক্ষমা নেই। সালাহ বিশ্বকাপ খেলতে না পারলে মিশরীয়রা কোনদিনই ক্ষমা করতে পারবে না সার্জিও রামোসকে। সারা জীবন তাকে সালাহ ভক্তদের অভিশাপ বয়ে বেড়াতে হবে। দেখা যাক, শেষ পর্যন্ত সালাহ ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ খেলতে পারেন কি না!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর