সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ফিক্সিং!

ক্রীড়া ডেস্ক

বল ডক্টরিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রাফট। সেই ধাক্কা সামলে উঠার আগেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দিকে ফের আঙ্গুল উঠেছে ফিক্সিংয়ের। এবার স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনেছে টিভি চ্যানেল আল জাজিরা। টেলিভিশন চ্যানেলটিতে দুর্নীতি নিয়ে প্রচারিত ডকুমেন্টারিতে ভারত-অস্ট্রেলিয়ার একটি টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ করা হয়েছে অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার জড়িত রয়েছেন। অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ) অভিযোগ খতিয়ে দেখতে ভিডিও ফুটেজ চেয়েছে টিভি চ্যানেলটির কাছে। শ্রীলঙ্কার গলের উইকেট নিয়েও অভিযোগ আনা হয়েছে ডকুমেন্টারিতে। 

গত মার্চে রাচিতে ভারত-অস্ট্রেলিয়ার টেস্টে স্পট ফিক্সিং হয়েছিল বলে অভিযোগ করা হয় ডকুমেন্টারিতে। বলা হয়, টেস্টের একটি নির্দিষ্ট সময়ে কয়েকজন অসি ব্যাটসম্যান জুয়াড়িদের বেঁধে দেওয়া নিয়ম মেনে রান তুলেছেন। ডকুমেন্টারিতে অনিল মুনাওয়ার নামে এক ভারতীয় স্পট ফিক্সিংয়ে জড়িত দুজন অসি ক্রিকেটারের নাম বলেন। তিনি ক্রাইম সিন্ডিকেট ‘ডি কোম্পানির’ হয়ে কাজ করেন বলে ধারণা করা হচ্ছে। মুনাওয়ার নাম বললেও ডকুমেন্টারিতে এডিট করে দুই ক্রিকেটারের নাম বাদ দেওয়া হয়। টিভি চ্যানেলটি জানিয়েছে, তারা সব তথ্য দেবেন সিএকে। শুধু তাই নয়, দুই ক্রিকেটার অভিযোগের জবাবে সাড়া দেননি। আল জাজিরার অভিযোগের ভিত্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পায়নি আইসিসি কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়া। ডকুমেন্টারি কিংবা ফুটেজ দেখতে চেয়ে আল জাজিরার কাছে অনুরোধ করা হয়েছে।’ এদিকে আল জাজিরা বলছে, তাদের অভিযোগ প্রমাণিত হয়েছে। ডকুমেন্টারিতে শ্রীলঙ্কার গলে পিচ ফিক্সিংয়ের অভিযোগও তোলা হয়েছে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিন উইকেট এবং ২০১৭ সালে ভারতের বিপক্ষে ব্যাটিং উইকেট বানানো হয়েছিল। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে স্পিনিং উইকেট চেয়েছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) অভিযোগ খতিয়ে দেখবে বলে জানিয়েছে।

সর্বশেষ খবর