সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

ক্ষমা চাইলেন লিভারপুলের গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক

একটি নয়, দুই দুটি ভুল করেন। তার ওই দুই ভুলেই ১৩ বছরের শিরোপা বন্ধ্যত্ব ঘুচাতে পারল না লিভারপুল। বলা হচ্ছে লিভারপুলের গোলরক্ষক ক্যারিয়াসের কথা। জার্মান এই গোলরক্ষক চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে গ্লাভস হাতে দুটি ভুল করেন, তার ওই ভুলেই ৩-১ গোলে হেরে যায় লিভারপুল। ওই হারে ২০০৫ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারল না ইংলিশ ক্লাবটি। ভুল দুটি করে হারের বেদনায় মুষড়ে পড়া কারিয়াস হাতজোড় করে ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে। ম্যাচ শেষে টক স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এখন কোনো কিছুই অনুভব করতে চাচ্ছি না। ম্যাচটা আমি হারিয়ে দিয়েছি। এজন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। দল তথা পুরো ক্লাবের কাছে ক্ষমা চাচ্ছি। এ রকম ভুলের মাশুল খুব বেদনাদায়ক।’ কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল নেমেছিল ১৩ নম্বর শিরোপা সন্ধানে এবং লিভারপুল ৬-এর। দুই দলের ফাইনালে ক্যারিয়াসের ভুলের আগে ম্যাচের নেতৃত্বে ছিল লিভারপুল। তখনই ভুলটি করেন ক্যারিয়াস। ক্যারিয়াস হাত দিয়ে বল ছোড়ার সময় করিম বেনজামা পা দিয়ে ঠেকিয়ে দেন। বলটি ধীরে ধীরে জালে প্রবেশ করে। দ্বিতীয়ার্ধে প্রায় ৩৫ মিটার দূর থেকে বেলের বাঁ পায়ের দুরন্ত গতির শট  গ্রিপ করতে যেয়ে মিস করেন। বল জালে প্রবেশ করে। তার এই দুই ভুল লিভারপুলকে শিরোপা জিততে দেয়নি। এমন ভুলের জন্য বারবার ক্ষমা চান ক্যারিয়াস, ‘আমি পুরো দলকেই আজ মাটিতে নামিয়ে ফেলেছি। একজন গোলরক্ষকের জন্য এটা খুব কষ্টের। তবুও চেষ্টা করতে হবে মাথা তুলে দাঁড়াতে। যে ভুলের কারণে গোলগুলো হয়েছে সেগুলোর জন্য আবারও ক্ষমা চাচ্ছি।’

সর্বশেষ খবর